1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

অভিনয়ে প্রত্যয় ও পড়শী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২
  • ৯৭ Time View

বাবা রিপন খান আর বড় ভাই হৃদয় খানের পথ ধরে মিউজিকে তার পদচারণা প্রত্যয় খানের। গানের মাধ্যমে মিডিয়ায় পদচারণা শুরু হলেও প্রত্যয় খান এবার নাম লিখিয়েছেন অভিনয়ে। একই সঙ্গে এই সময়ের আরেক জনপ্রিয় টিনেজ শিল্পী পড়শীও অভিনয় শুরু করেছেন। গানের জগতের উঠতি বয়সী দুই তারকাকে এবার অভিনয় করতে দেখা যাবে একটি টেলিফিল্মে।

মাসুদ রহমানের পরিচালনা ও জেফরীন সাদিয়ার রচনায় ‘রিদম’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করছেন প্রত্যয় খান ও পড়শী। গানের জগত নিয়েই গড়ে উঠেছে এ টেলিফিল্মের গল্প। এতে মিউজিসিয়ানদের জীবনের নানা দিক নাটকীয়তার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে।

‘রিদম’টেলিফিল্মটির গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয় ও পড়শী। এতে তাদের দুজনকেই দেখা যাবে মিউজিসিয়ানের চরিত্রে। টেলিফিল্মের আরও দুটি প্রধান চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা অপূর্ব ও লাক্সসুন্দরী ফারিয়াকে।

প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে  প্রত্যয় খান বলেন, অভিনয়ের ব্যাপারে তেমন কোন ধারণা নেই। তবুও এ কাজটি উপভোগ করছি। কেননা এতে আমি একজন মিউজিসিয়ানের চরিত্রে অভিনয় করছি। যা আমি বাস্তব জীবনেও শিখি এবং করি। অভিনয় করতে গিয়ে ছোটখাট যেসব সমস্যা হয়েছে তা অপূর্ব ভাইয়া আর ফারিয়া আপুর সহযোগিতা আর পরামর্শে উতরে যেতে পেরেছি। এটা আমার প্রথম অভিনয়। তবু চেষ্টা করেছি ভালো করার।

এসময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীর অবশ্য এটাই প্রথম অভিনয় নয়। এর আগে তাকে দেখা গেছে ‘স্যালুট’ নামের একটি খন্ড নাটকে। যদিও সেখানে তার উপস্থিতি ছিল খুব সামান্য। ‘রিদম’ টেলিফিল্মে পড়শী তার নিজ নামেই অভিনয় করছেন। এতে অভিনয় প্রসঙ্গে পড়শী বলেন, এ প্রজন্মের একজন সম্ভাবনাময় কণ্ঠশিল্পী হিসেবে আমার চরিত্রটি সাজানো হয়েছে। ক্যারিয়ারের উন্নতির ক্ষেত্রে একজন শিল্পী যে সংগ্রাম করেন , তা-ই আমার চরিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এ নিয়ে আমি দ্বিতীয়বারের মত অভিনয় করছি।

অপূর্ব বলেন, এ টেলিফিল্মের কাহিনীটি ব্যতিক্রমধর্মী। আমি নিজেও বাস্তবজীবনে মিউজিক করেছি। এখনও সময় পেলে মাঝে মধ্যে করি। তাই চরিত্রটিতে অভিনয় করে মজাই পাচ্ছি। আশা করছি কাজটি সবার ভালো লাগবে।

অনকেদিন পর মিডিয়ায় অভিনয়ে ফিরে ব্যস্ত হয়ে উঠেছেন ফারিয়া। এ টেলিফিল্মে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, পড়াশোনার চাপে মাঝে সেইভাবে মিডিয়ায় কাজ করতে পারি নি। তবে বর্তমানে আমি অভিনয়ে নিয়মিত হতে চেষ্টা করছি। এই কয়েকদিনে বেশ কয়েকটি ভালো কাজ করার সূযোগ পেলাম। ‘রিদম’ টেলিফিল্মটি গল্পটা দারুণ। এতে কাজ করতে পেরে অনেক ভালো লাগছে।

এ টেলিফিল্মের গল্পে দেখা যাবে, সংগীত পাগল প্রত্যয় খান মিউজিক শেখার জন্যে নিজের বাড়ি থেকে পালিয়ে আসে মিউজিক টিচার অপূর্বর কাছে। অপূর্বর স্ত্রী ফারিয়া বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। শুরু হয় তাদের মধ্যে নানা ঝামেলা। এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকের কাহিনী। প্রযোজনা সূত্রে জানা গেছে, আগামী ঈদে এটি কোনো একটি চ্যানেলে প্রচারিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ