1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

এক যুগ পর ক্যামেরা সামনে আফজাল-সূবর্ণা জুটি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুলাই, ২০১২
  • ৮১ Time View

বাংলাদেশের টিভি নাটকের এ যাবৎকালের সবচেয়ে সফল জুটি আফজাল-সুবর্ণা। আশির দশকের এই তুমুল জনপ্রিয় জুটি প্রায় একযুগ আগে একসঙ্গে অভিনয় করেছিলেন। রাজধানীর পান্থপথের ইন্টার অ্যাকটিভ শুটিং হাউজে ১৩ ও ১৪ জুলাই ‘প্রেম বাঁচিতে জানে’  টেলিছবির শুটিংয়ে অংশ নেওয়ার মধ্য দিয়ে ১২ বছর পর ক্যামেরার সামনে দাড়ালেন তারা।

ফারিয়া হোসেনের রচনা ও আরিফ খানের পরিচালনায় ‘প্রেম বাঁচিতে জানে’ টেলিছবিটির কাহিনী গড়ে উঠেছে পারিবারিক মূল্যবোধ আর মানসিক দ্বন্দ্ব নিয়ে।এতে আফজাল হোসেন অভিনয় করছেন একজন ব্যবসায়ীর চরিত্রে, আর সুবর্ণা মুস্তাফাকে দেখা যাবে একজন অধ্যাপকের চরিত্রে।

টিভিনাটকের পুরনো দিনের দর্শক মাত্রই জানেন, আফজাল-সুবর্ণা জুটির রসায়ন। ব্যক্তিজীবনের এই দুই বন্ধু একে অন্যের বিপরীতে অভিনয় করে টিভি দর্শকদের উপহার দিয়েছেন বহু স্মরণীয় নাটক। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘কূল নাই কিনার নাই’, ‘পারলে না রুমকী’, ‘জোহরা’, ‘ওহ দেবদূত’ ও ‘রক্তের আঙুরলতা’ প্রভৃতি। মঞ্চেও তারা ঢাকা থিয়েটারের হয়ে একসঙ্গে কাজ করেছেন বহু নাটকে।

আফজাল হোসেন আর সুবর্ণা মুস্তাফার রোমান্টিক সম্পর্ক নিয়ে সেসময় পত্র-পত্রিকাগুলোও ছিল মুখরিত। যদিও শেষ পর্যন্ত সুবর্ণা আফজালের গলায় মালা না দিয়ে প্রয়াত অভিনেতা হুমায়ূন ফরীদির সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এরপর বহুদিন তাদের আর একসঙ্গে অভিনয় করতে দেখা যায় নি।

নব্বইয়ের দশকের মাঝামাঝিতে প্রয়াত নাট্যগুরু সেলিম আল দীনের অনুরোধে আফজাল হোসেন ও সুবণা মুস্তাফা ‘হিতংকর’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন। এতে অবশ্য তারা একে অন্যের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেন নি। ২০০০ সালে আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফাকে সর্বশেষ একসঙ্গে অভিনয় করতে দেখা যায় ‘শুধু তোমার জন্য’ নামের একটি নাটকে।

আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফাকে নিয়ে এবারের ঈদে চ্যানেল নাইনে প্রচারের জন্য আরেকটি নাটক তৈরি করবেন বদরুল আনাম সৌদ। নাটকটির নাম ‘চিকিৎসক রশীদ করিম ও তাঁর বিবাহবিষয়ক জটিলতা’।

অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন বর্তমানে চ্যানেল আইয়ের জন্য ফরিদুর রেজা সাগরের লেখা ‘ছোটকাকু’ নামের একটি ধারাবাহিক নাটক নির্মাণের কাজে ব্যস্ত সময় পার করছেন। সুবর্ণা মুস্তাফা আসছে ঈদের বেশ কয়েকটি নাটকে অভিয়ের পাশাপাশি নিজের প্রডাকশন হাউজের দুটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে এখন ব্যস্ত। ধারাবাহিক দুটি হলো ‘গ্রন্থিকগণ কহে’ এবং ‘কানা সিরাজউদ্দৌলা ও কোমলবিবির অতিথিশালা’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ