1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

গুরু পন্ডিত অরুণ ভাদুড়ি মাতালেন ময়মনসিংহ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুলাই, ২০১২
  • ৮৪ Time View

ময়মনসিংহে স্বনামধন্য গুরু পন্ডিত অরুণ ভাদুড়িসহ কৃতি শিল্পীদের পরিবেশনায় উচ্চাঙ্গ সংগীতের আসর ‘মায়ার মাধুরী’ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে উচ্চাঙ্গ সংগীতের চর্চা অব্যাহত রাখা ও প্রচার-প্রসারের উদ্দেশ্যে গত শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতাস্থ আইটিসি সংগীত রির্চাস একাডেমী যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বেঙ্গল ফাউন্ডেশনের মহা-পরিচালক লুভা নাহিদ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আশরাফ উদ্দিন।

প্রথমেই মঞ্চে এসে সংগীত পরিবেশন করেন সংগীত রিচার্চ একাডেমীর কৃতি স্কলার কন্ঠশিল্পী সাবিনা মমতাজ। উচ্চাঙ্গ সংগীতের তালে সাবিনা মমতাজ উপস্থিত শ্রোতামন্ডলীদের মাতিয়ে তোলেন।

তার সাথে তবলায় ছিলেন অশোক মুর্খাজী এবং হারমোনিয়ামে জ্যোতি গূহ। এর পর মঞ্চে এসে স্লাইড-গিটারে উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করেন আরেক গুণী শিল্পী রতন ভারতী। তার সাথে তবলায় ছিলেন অশোক মুর্খাজী।

সবশেষে মঞ্চে আসেন উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীত শিল্পী গুরু পন্ডিত অরুণ ভাদুড়ি। মঞ্চে প্রথমেই তাকে সম্মাননা তুলে দেয়া হয়। তার হাতে সম্মাননা তুলে দেন উস্তাদ পবিত্র মোহন দে।

এ সময় গুরু পন্ডিত অরুণ ভাদুড়ি রাজা জমিদারদের আবাস ভূমি ময়মনসিংহের ভূয়সি প্রশংসা করেন। অনেক আগে থেকে ময়মনসিংহ আসার আগ্রহের কথা জানান নিজ মুখে।

ময়মনসিংহের বিভিন্ন সংগীত উস্তাদদের নামও তিনি স্মরণ করেন। এরপর বহু কাঙ্খিত গুরু পন্ডিত অরুণ ভাদুড়ির সংগীত হয়।

বিরামহীন গতিতে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে এ আসর। হল ভর্তি দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করে এ বিরল সংগীত আয়োজন। তবলায় ছিলেন সন্দীপ রায় চৌধুরী এবং হারমোনিয়ামে জ্যোতি গূহ।

অনুষ্ঠানে দর্শক সারিতে ময়মনসিংহের পুলিশ সুপার গোলাম কিবরিয়া, জেলা মটর মালিক সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দেশ টেলিভিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ