1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় লালটিপ ছবির মুক্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২
  • ৮৬ Time View

প্যারিস ও ব্যাংককের মনোরম পরিবেশে চিত্রায়িত লালটিপ ছবির মালয়েশিয়ায় মুক্তি উপলক্ষে ৭ জুন কুয়ালালামপুরের উইশমা ফুই ছিউ হল (চায়না টাউনের সাথে) এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ইমপ্রেস টেলিফিল্ম।

এ উপলক্ষে দিনব্যাপী ছিল আকর্ষনীয় বাংলাদেশি পণ্য সমাহার। শনিবার ছুটির দিন থাকায় সকলের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। মালয়েশিয়ার ইতিহাসে এই প্রথম বাংলাদেশি ছবি লালটিপ ছবি মুক্তি পায়।

অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা আরো ভালো ভালো ছবি বিশ্বের দরবারে উপহার দিতে পারব। এতে করে বাংলাদেশে সুস্থ ধারার চলচ্চিত্র ফিরে আসবে। বাংলাদেশে হাই কমিশনার একেএম আতিকুর রহমান নিজেও গীতিকার হওয়ায় সাংস্কৃতিতে আলাদা একটা টান রয়েছে।

অনুষ্ঠানে দর্শকদের কৌতুহল ছিল অভিনেতা এটিএম শামছুজ্জামানকে এক নজর দেখা। মঞ্চে এটিএম  শামছুজ্জামান আসা মাত্রই করতালিতে মুখরিত হয়ে ওঠে হলরুম। তিনি বলেন, আমার দীর্ঘ অভিনয় জীবনে আমাদের একটি ছবি বিদেশের মাটিতে মুক্তি পেতে যাচ্ছে।

সত্যিই আমরা গর্বিত ও আনন্দিত। আজকে আমাদের ইমন ও কুসুম শিকদারকে বিশ্বের দরবারে পরিচয় করা লাগবে না। লালটিপের মাধ্যমে সবাই চিনবে। লাল শাড়ী ও লাল পাঞ্জাবি পড়ে ইমন ও কুসুম সিকদারের নাচে-গানে দর্শকদের হৃদয়ে ঝড়  তোলে। চমৎকার পারফর্ম সকলকে মুগ্ধ করে।

কুসুম সিকদারের ব্যবহারে কোন দর্শক অটোগ্রাফ নিতে ভুল করেনি। রিজিয়া পারভীন ও মনির খানের প্রেমিক/ প্রেমিকার অভিনয় সকলকে হতবাক করে দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ