দুই পৃথিবীর দুই নক্ষত্র, একজন গানের ভুবনে অনন্য আর অন্যজন ঢালিউডের নাম্বার ওয়ান। এবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন এ সময়ের সেরা চিত্রনায়ক শাকিব খান ও জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি।
নতুন একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে দু’জনে চুক্তিবদ্ধ হয়েছেন। বিজ্ঞাপনের মডেল হিসেবে দু’জনেই প্রথম। ফাইটার ড্রিংকস নামক একটি পানীয় বিজ্ঞাপনের জন্য সম্প্রতি তারা চুক্তিবদ্ধ হন।
দেশীয় চলচ্চিত্রের প্রায় সমান বাজেট নিয়ে করা হচ্ছে এই বিজ্ঞাপনের কাজ। ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই বিজ্ঞাপনটি।
বিজ্ঞাপনটি পরিচালনা করবেন ছোটপর্দার ব্যস্ত অভিনেতা ডি এ তায়েব। ডি এ তায়েব জানান, ‘প্রচুর ব্যয়বহুল বিজ্ঞাপন হতে যাচ্ছে এটি। এই বিজ্ঞাপনের জন্য আমরা শাকিবকেই দিচ্ছি ৫০ লক্ষ টাকা। খুব শীঘ্রই আমরা এর শুটিংয়ে যাব। আশা করি, এই দু’জনের মডেলিং বা অভিনয় দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করবে।