1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

ঈদে ছবি মুক্তি নিয়ে চলছে প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জুলাই, ২০১২
  • ১০০ Time View

ঈদের বাকি আছে আরো প্রায় দেড় মাস। ঢালিউডেএরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদের প্রস্তুতি। ঈদ সামনে রেখে ৮টি ছবি মুক্তির প্রস্তুতির মধ্যে আছে। তবে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ঈদে ৫ টি ছবির বেশি মুক্তি দেওয়ার পক্ষপাতি নয়।

চলচ্চিত্রের ব্যবসায়িক অবস্থা বর্তমানে প্রায় বিধ্বস্থ। ছবি দেখতে দর্শক সিনেমা হলে আসছেন না। চলতি বছরে মুক্তি পাওয়া কোনো ছবিই ব্যবসায়িক সাফল্য পায় নি। এমন কি শীর্ষনায়ক শাকিব খান অভিনীত ছবিও দর্শকদের সিনেমা হলে টানতে ব্যর্থ হয়েছে। জনপ্রিয় অভিনেতা ডিপজল অভিনীত ছবিও ব্যবসা করতে পারে নি। প্রযোজকদের কথা- দর্শক নেই, ব্যবসা নেই। প্রদর্শকদের কথা- ছবিতে গল্প নেই, নির্মাণশৈলী দুর্বল, একঘেয়েমিতে ভরা। দর্শক এখন নতুন কিছু চায়। কিন্তু প্রযোজকদের নতুন কিছু দেয়ার চিন্তা-ভাবনার চেয়ে ছবি মুক্তি দেওয়ার চিন্তা-ভাবনাটাই বেশি।

ঈদ উৎসবে অনেক দর্শকই ছবি দেখতে উৎসাহী হয়ে উঠেন। একারণে ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর ব্যবসায়িক সাফল্যের সম্ভাবনা থাকে বেশি। তাই ঈদ এলেই নির্মাতা-প্রযোজকদের মধ্যে ছবি মুক্তি দেওয়া তৈরি হয় প্রতিযোগিতা। এবারও তার ব্যতিক্রম হয় নি।

ঈদে মুক্তির মিছিলে থাকা ছবিগুলোর মধ্যে শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ছবির সংখ্যা ৫টি। ছবিগুলো হচ্ছে- বদিউল আলম খোকন পরিচালিত ‘ডন নাম্বার ওয়ান’, সোহানুর রহমান সোহান পরিচালিত ‘সে আমার মন কেড়েছে’, এফআই মানিক পরিচালিত ‘মাই নেম ইজ সুলতান’, সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ঢাকার কিং’ ও এমবি মানিক পরিচালিত ‘দুর্ধর্ষ প্রেমিক’।

শাকিব খান অভিনীত এই ৫টি ছবির মধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে ৩টি ছবি-  ‘মাই নেম ইজ সুলতান’, ‘ডন নাম্বার ওয়ান’ ও ‘সে আমার মন কেড়েছে’। অন্য দুটি ছবি ‘ঢাকার কিং’ ও ‘দুর্ধর্ষ’ প্রেমিক সেন্সরে জমা পড়লেও এখনো ছাড়পত্র পায় নি। তবে এ দুটি ছবির নির্মাতা-প্রযোজকরা আশা করছেন এ সপ্তাহেই ছাড়পত্র পেয়ে যাবেন।

এই ৫ ছবির বাইরে আরও ৩টি ছবি আছে মুক্তির মিছিলে। ছবি ৩টি হলো- জনপ্রিয় কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি ‘ঘেটুপুত্র কমলা’, এমএ জলিল অনন্ত প্রযোজিত ও অনন্য মামুন পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম’ এবং জীবন রহমান পরিচালিত ‘কাঁকন দাসী’।

ঈদে ছবি মুক্তির প্রতিযোগিতায় শেষ মুহূর্তে যোগ হতে পারে আরো ২/৩টি ছবি। শেষপর্যন্ত কয়টি ছবি মুক্তি পাবে, তা জানা যাবে রোজার প্রথম সপ্তাহে।

চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই ঈদে একসঙ্গে শীর্ষনায়ক শাকিব খান অভিনীত ৫টি ছবি মুক্তির প্রস্তুতির ব্যাপারটিকে আত্মঘাতী প্রতিযোগিতা বলে মনে করছেন। কারণ এক তারকার এতোগুলো ছবি মুক্তি পেলে তার ভক্তরা বিভ্রান্ত হতে পারেন। প্রিয় তারকার কোন ছবিটি দেখবেন তা নিয়ে তাদের মধ্যে তৈরি হতে পারে দ্বন্দ্ব।

ঈদে শাকিব খান অভিনীত দুইটি ছবির বেশি মুক্তি না দেওয়ার জন্য অনেকেই প্রযোজক-পরিবেশক সমিতির কাছে আহ্বান জানিয়েছেন। চলচ্চিত্রের বর্তমান ব্যবসায়িক মন্দাভাবকে মাথায় রেখে সব মিলিয়ে বড়জোর ৩টি ছবি মুক্তি পেলে ভাল হয় বলে তারা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ