1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

৬ জুলাই থেকে আবার আসছে ‘হাউজফুল’

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুলাই, ২০১২
  • ৭৯ Time View

মাছরাঙা টেলিভিশনের তুমুল জনপ্রিয় চলচ্চিত্র বিষয়ক গেইম শো ‘হাউজফুল’ আবার আসছে। খ্যাতিমান নায়ক আলমগীরের উপস্থাপনায় আগামী ৬ জুলাই থেকে আবার মাছরাঙা’র পর্দায় অনুষ্ঠানটির দ্বিতীয় সেশন সম্প্রচার শুরু হচ্ছে। এবার ক্রাউন সিমেন্ট অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর করছে। তাই এবার এই অনুষ্ঠানের নাম হয়েছে ‘ক্রাউন সিমেন্ট হাউজফুল’।

‘হাউজফুল’-এর দ্বিতীয় সেশন প্রচার সামনে রেখে । ৩ জুলাই মঙ্গলবার বিকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)-এর ৪ নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন।

এতে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম, ক্রাউন সিমেন্ট হাউজফুল-এর উপস্থাপক চিত্রনায়ক আলমগীর, মাছরাঙা টেলিভিশনের হেড অব ইভেন্টস অ্যান্ড প্ল্যানিং কবির বকুল, ক্রাউন্ট সিমেন্ট-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলমগীর কবির, প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কান্তি কুমার সাহা , সীগাল হোটেলের মার্কেটিং ডিরেক্টর রাশেদ সাত্তার প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা এবারের ‘হাউজফুল‘ সম্পর্কে সাংবাদিকদের ধারনা দেন এবং অনুষ্ঠানটি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এবারের ক্রাউন সিমেন্ট হাউজফুলেও প্রতিটি পর্বে বিশেষ অতিথি হিসেবে আসবেন চলচ্চিত্রের খ্যাতিমান ও জনপ্রিয় ব্যক্তিত্বরা। একইসঙ্গে সদ্য মুক্তিপ্রাপ্ত কিংবা মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্রের পুরো ইউনিটকে আমন্ত্রণ জানানো হবে। চমক হিসেবে তারা অনুষ্ঠানের এক পর্যায়ে এসে হাজির হবেন। এবার প্রতিটি পর্বে চারটি রাউন্ডে প্রতিযোগীদের প্রশ্ন করা হবে। ১. লাইট রাউন্ড ২. ক্যামেরা রোলিং রাউন্ড ৩. প্লেব্যাক রাউন্ড ৪. ক্লাইমেক্স রাউন্ড। প্রতিপর্বে বিজয়ীদের একজন দ্বিতীয় রাউন্ডে উঠবেন। এরপর ধাপে ধাপে বিভিন্ন রাউন্ড শেষে সেরা ছয়জন প্রতিযোগীকে নিয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।

গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগী এবারও প্রথম পুরস্কার হিসেবে পাবেন প্রাইম ব্যাংকের সৌজন্যে একটি আকর্ষণীয় নতুন গাড়ি। এবার সহযোগী স্পন্সর হিসেবে আরো এগিয়ে এসেছে মেরিল ¯প্ল্যাশ, কিংস্টার ও হোটেল সিগাল।

কবির বকুলের সার্বিক তত্ত্বাবধানে ক্রাউন সিমেন্ট হাউজফুল প্রযোজনা করছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ