1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

এবার এলো ‘দি অ্যামেজিং স্পাইডারম্যান’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২
  • ১০১ Time View

শৈশবে স্পাইডারম্যান হতে চাননি, এমন মানুষের দেখা মেলা ভার; যদি  অন্তত একবারের জন্য হলেও স্পাইডারম্যান-এর কমিক বই পড়ে থাকেন। অ্যান্ড্রু গারফিল্ডও ব্যতিক্রম নন।

অ্যান্ড্রু গারফিল্ড সেই শখ অবশেষে পূরণ হয়েছে । এবার তিনি সত্যিকারের স্পাইডারম্যান! যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কিন্তু যুক্তরাজ্যে বেড়ে ওঠা গারফিল্ডের নতুন ছবি ‘দি অ্যামেজিং স্পাইডারম্যান’  মুক্তি পাচ্ছে ৩ জুলাই।

২০০২, ২০০৪ ও ২০০৭ সালে স্পাইডারম্যান সিরিজের তিনটি ব্যবসাসফল ছবি উপহার দেওয়ার পর সনি পিকচার্স এবার নতুন মোড়কে নতুন স্পাইডারম্যান উপহার দিতে চলেছে দর্শকদের। টবি ম্যাগুইয়ের বদলে গারফিল্ড হবেন স্পাইডারম্যান। নায়িকা হিসেবে এসেছেন এমা স্টোন। সেই সাথে পাল্টেছে ছবির পরিচালকও।

স্যাম রাইমির জায়গায় বসবেন পরিচালক মার্ক ওয়েব। এই স্পাইডারম্যান শুধু অতিমানবীয় ক্ষমতার সুপারহিরো নয়, রক্ত-মাংসের মানুষও। আবেগের জোয়ার-ভাটা যার ব্যক্তিজীবনকেও উলটপালট করে দেয়।

সম্প্রতি এক সংবাদ-মাধ্যমের মুখোমুখি হয়েছেলেন অ্যান্ড্রু গারফিল্ড। সেখানেই তিনি জানান, স্পাইডারম্যান-এর প্রতি তার আসক্তির কথা।

২০০২ সালে টবি ম্যাগুইয়েরের স্পাইডারম্যান যখন মুক্তি পায়, গারফিল্ড তখন ১৮ বছরের তরুণ। থিয়েটারে চুটিয়ে অভিনয় করেন, আর বাসায় ডিভিডিতে দেখেন রাজ্যের যত ছবি। এমনিভাবে ম্যাগুইয়েরের স্পাইডারম্যান তাঁর ডিভিডিতেই প্রথম দেখেন তিনি। সেটিও টানা দুবার!

কেন দেখলেন দুবার? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথম দেখাতেই মনে হলো, আরে! এ তো আমার গল্পই বলছে। আমি তখন আরও শুকনো ছিলাম। তালপাতার সেপাই। স্কুলেও বন্ধুদের কাছে পাত্তা পেতাম না।

স্পাইডারম্যান হলো আমার মতো বাচ্চাদের আশার প্রতীক। স্পাইডারম্যান আমাদের মতো ঠাট্টার শিকার হওয়া স্কুলছাত্রদের শেষ আশ্রয়। আমাদের স্বপ্ন, আমাদের বিশ্বাস। তাকে দেখে আমরা সাহস পাই।’

২৮ বছর বয়সী এই অভিনেতার কাছে স্পাইডারম্যান আরও দুটি কারণে অনেক বড় কিছু। তার ভাষায় ‘প্রথম কারণ হলো,  আমার বয়স তিন-চার বছর ছিল, তখন এ বাড়ির দালান থেকে ও বাড়িতে রশি ঝুলিয়ে কতই না খেলেছি। আমার শৈশবের সঙ্গে মিশে আছে স্পাইডারম্যান। হ্যালোইনে মা আমাকে স্পাইডারম্যান সাজিয়ে দিতেন। লুকিয়ে লুকিয়ে কত পড়েছি স্পাইডারম্যান-এর কমিক।’

আর দ্বিতীয় কারণ, ‘আমার কাছে স্পাইডারম্যানকে সুপারহিরোর চেয়ে তারুণ্যে পা দিতে চলা এক কিশোরই বেশি মনে হয়, যার নিজের অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলো সমাধান করতে চায়।’

স্পাইডারম্যান-এর পুর্ববর্তী সিরিজ তিনটি এবং ‘দি অ্যামেজিং স্পাইডারম্যান’ সেই গল্প নিয়েই বানানো ছবি। আশা করা হচ্ছে ২০০২, ২০০৪ ও ২০০৭ সালে এবারও প্রত্যাশা পুরনে ব্যর্থ হবে না মার্ক ওয়েব এর ‘দি অ্যামেজিং স্পাইডারম্যান’।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ