1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

খলনায়ক হয়ে চলচ্চিত্রে আসছেন অপূর্ব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২
  • ৮৭ Time View

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব আসছেন বড়পর্দায়। সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবিতে অপূর্ব কাজ করবেন। ছবিতে তাকে দেখা যাবে খলনায়ক হিসেবে।

অপূর্ব এর আগে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘বৃষ্টির দিন’ ছবিতে অভিনয় করেছিলেন। তবে ছবিটির সিংহভাগ শুটিং হয়ে যাবার পর গত প্রায় চার বছর ধরে নির্মাণ কাজ বন্ধ আছে। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করছিলেন শশী। খোঁজ নিয়ে জানা গেছে, ‘বৃষ্টির দিন’ ছবির ভবিষ্যত অনেকটাই অনিশ্চিত।

চলচ্চিত্রে নিজেকে মেলে ধরার আরেকটি সুযোগ এসেছে অপূর্বর কাছে। সম্প্রতি পরিচালক সাফি উদ্দিন সাফির সঙ্গে তার ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবিতে অভিনয়ের ব্যাপারে অপূর্ব চুড়ান্ত কথা হয়। সবকিছু ঠিক থাকলে এ ছবিতে অপূর্ব দেখা যাবে খলনায়কের ভূমিকায়। এতে প্রথমবারের মতো জুটি হয়ে কাজ করতে যাচ্ছেন শীর্ষনায়ক শাকিব খান ও সময়ের সেরা অভিনেত্রী জয়া আহসান।

‘পূর্ণ দৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবিতে কাজ করা প্রসঙ্গে অপূর্ব বলেন, গত ৩০ জুন রাতে পরিচালকের সাথে আমার ছবিটির গল্প নিয়ে কথা হয়েছে। গল্পটি আমার বেশ পছন্দ হয়েছে। পারফর্মিং মিডিয়ার সবচেয়ে বড় প্লাটফর্ম চলচ্চিত্র। একজন অভিনেতা হিসেবে চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে আমার অনেকদিনের।এর আগে চলচ্চিত্রে কাজ করলেও শেষ পর্যন্ত সেটি বন্ধ হয়ে যাওয়ায় দর্শকরা আমাকে চলচ্চিত্রে দেখতে পান নি।  ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবিটির গল্প এবং চরিত্র আমার ভালো লাগায় আমি কাজ করার সম্মতি জানাই। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চুক্তি সম্পাদন হয় নি। সবকিছু যদি ঠিকঠাক থাকে তবেই আমাকে এ ছবিতে অভিনয় করতে দেখা যাবে।

ছবির পরিচালক সাফি উদ্দিন সাফি বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের দিন বদলের স্বপ্ন নিয়েই ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবিটির কাজে হাত দিয়েছি। এ ছবিতে থাকে অনেক চমক। প্রথম চমক হলো শাকিব খান আর জয়া আহসান এতে জুটি বেঁধে অভিনয় করছেন। দ্বিতীয় চমক হিসেবে অপূর্ব এ ছবিতে এন্টি হিরো হিসেবে অভিনয় করবেন। অপূর্বর সঙ্গে চুক্তি সম্পাদন না হলেও অভিনয়ের ব্যাপারে চুড়ান্ত কথা হয়েছে। এরকম বেশ কিছু চমক থাকছে আমার এ ছবিটিতে। আশা করছি, এ ছবিটির মাধ্যমে হল বিমুখ দর্শককে আমার সিনেমা হলে ফিরিয়ে আনতে পারবো।

ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যশনাল প্রযোজিত ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবির চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান। ছবিটিতে শাকিব খান, জয়া আহসান ও অপূর্ব ছাড়াও অভিনয় করবেন সাজু খাদেম, নায়ক রাজ রাজ্জাকসহ আরও অনেকে।

‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবির পরিচালক সাফি উদ্দিন সাফি জানান, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই ছবিটির শুটিং শুরু হবে। সেপ্টেম্বর মাসে শুটিং করবেন মালয়েশিয়ায়। এরই মধ্যে ছবিটি গান রেকর্ডিংয়ের প্রস্তুতি চলছে। ছবির সবগুলি গান লিখছেন কবির বকুল। অন্য সবকিছর মতো এ ছবির গানেও থাকছে চমক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ