1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

আবাহনী-মুক্তিযোদ্ধার শিরোপা লড়াই মঙ্গলবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২
  • ৯৪ Time View

গ্রামীণফোণ বাংলাদেশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার শিরোপা লড়াইয়ে নামছে আবাহনী লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় লিগের শেষ ম্যাচটিতে ড্র করলেই শিরোপা ঘরে তুলবে আবাহনী। অন্যদিকে চ্যাম্পিয়ন হতে হলে জিততেই হবে মুক্তিযোদ্ধাকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ও মুক্তিযোদ্ধার মধ্যকার অলিখিত ফাইনাল খেলাটি শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়।

গত আসরে শেখ জামালের কাছে শিরোপা হারানো আবাহনী লিগ সেরার মর্যাদা পুনরুদ্ধারে উন্মুখ। অন্যদিকে অল্পের জন্য শিরোপা না পাওয়ার আক্ষেপ জমে আছে লিগের চতুর্থ আসরের রানার্স-আপ মুক্তিযোদ্ধার। ফলে মঙ্গলবার একটি জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ পেশাদার লিগ শিরোপা জয়ের অপেক্ষায় আকাশি-নীলরা। শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে শুধু না হারলেই শিরোপা যাবে ধানমন্ডিতে। অন্যদিকে পেশাদার লিগের আগের চার আসরে শিরোপার মুখ না দেখা মুক্তিযোদ্ধার দরকার পূর্ণ তিন পয়েন্ট। ১৯ ম্যাচে অলরেডদের সংগ্রহ ৪৩ পয়েন্ট।

আবাহনী ও মুক্তিযোদ্ধা আরো একবার এরকম শিরোপা ‘মহারণে’ নেমেছিলো। ২০০০ সালে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের শেষ ম্যাচে আবাহনীর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে চ্যাম্পিয়ন হয়েছিলো মুক্তিযোদ্ধা। তবে লিগে দুই দলের মুখোমুখিতে এগিয়ে আবাহনী। মোট নয়বারের দেখায় ৫বারই জিতেছে আকাশি-নীলরা। অন্যদিকে আবাহনীর বিপক্ষে কোনো জয় নেই মুক্তিযোদ্ধার। চারবার ড্র করেছে। এই মৌসুমেও লিগের প্রথম সাক্ষাতে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে।

আবাহনীর মূলশক্তি তাদের বিদেশি স্ট্রাইকাররা। তিন ঘানাইয়ান প্লেমেকার আউদু ইব্রাহিম, ডিফেন্ডার সামাদ ইউসুফ ও ফরোয়ার্ড তুয়াম ফ্রাঙ্কের সঙ্গে ব্রাজিলিয়ান স্ট্রাইকার জেনেরোসোর দা সিলভার সমন্বয়ে গড়া আবাহনী ধারাবাহিক পারফরমেন্স দেখিয়ে আসছে।

মুক্তিযোদ্ধা স্কোয়াডে রয়েছেন দুই নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা ও ডিফেন্ডার ইমানুয়েল ড্যামি। এদের মধ্যে সানডে গত সুপার কাপে মোহামেডানকে ফাইনালে তোলার নায়ক হিসিবে পরিচিত। এছাড়াও দুই ব্রাজিলিয়ান মিডফিল্ডার লিমা ও ডিফেন্ডার রাফায়েলের সমন্বয়ে গড়া মুক্তিযোদ্ধাকে সমীহ করতে হচ্ছে অন্য দলগুলোকে।

প্রথমবারের মতো লিগ শিরোপার দিকে তাকিয়ে আবাহনী কোচ আলী আকবর পোরমুসলিমি। ইরানি কোচ বলেন,‘দল উজ্জ্বীবিত, সেরাটা দিতেই মাঠে নামবে আবাহনী। খেলোয়াড়দের প্রতিও আবেদন রেখেছি তারা যেন শীর্ষে থেকেই লিগ শেষ করে। তাদেরকে বলেছি, শেষ ম্যাচ হেরে রানার্স-আপ হলে ১৯তম রাউন্ড পর্যন্ত শীর্ষে থাকার মানে হয়না।’
মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলাম মানিকের দৃষ্টি শিরোপাতেই,‘লিগের শেষ ম্যাচে উভয় দলের মধ্যে মাত্র এক পয়েন্ট ব্যবধানই প্রমাণ করে আমরাও চ্যাম্পিয়ন হতে পারি। আমরা আবাহনীকে হারিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখে আসছি এবং সেই সময়টাই এখন এসেছে। সাফল্যের জন্য সংক্ষিপ্ত কোনো রাস্তা নেই। নিজেদের সেরা প্রমাণ করতে হলে আবাহনীর মতো সেরা দলটিকেই হারাতে হবে। টিমওয়ার্ক দিয়েই সেটা করে দেখাতে চাই আমরা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ