1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

এনটিভির দশম বর্ষে পদার্পন ৩ জুলাই

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুন, ২০১২
  • ১০১ Time View

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি দশমবর্ষে পদার্পন করছে আগামী ৩ জুলাই মঙ্গলবার। জন্মদিন সকাল থেকে দিনের যে কোনো সময় এনটিভিতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে দেশবরেণ্য রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বদের। এনটিভির পক্ষ থেকে এরই মধ্যে জন্মদিনের আমন্ত্রণপত্র বিলি শুরু হয়েছে।

এ উপলক্ষে এনটিভি ০২ জুলাই থেকে প্রচার শুরু করবে তিনদিনের বিশেষ অনুষ্ঠানমালা। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী কিছু অনুষ্ঠান নিচে তুলে ধরা হলো।

বিশেষ ধারাবাহিক নাটক ‘ফাঁদ ও বগার গল্প’
এনটিভি’র দশম বর্ষে পদার্পণ উপলক্ষে ২ জুলাই, সোমবার রাত ৯টায় প্রচারিত হবে ৩ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘ফাঁদ ও বগার গল্প’র প্রথম পর্ব। রেদোয়ান রনি’র রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন-মোশাররফ করিম, ফারুক আহমেদ, সুমাইয়া শিমু, মিথিলা, মিশু সাব্বির, মম মোর্শেদ, ডাঃ এজাজ, ড.ইনামুল হক প্রমূখ। ‘মিন্টু ও পিন্টু দুই বন্ধু জীবনের প্রথম বরিশাল থেকে ঢাকা এসেছে। ঢাকার দুই বনেদী পরিবারের ভেতর বিয়ে হবে। তাই বরিশাল থেকে বিখ্যাত বাবুর্চী রহম আলীর সহকারী হিসেবে মিন্টু ও পিন্টু এসেছে। বিয়ে বাড়ির বিশাল আয়োজনের ভেতরে তারা খাচ্ছে-দাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। একদিন বাদেই বিয়ে তাই দুই মন দই পাতা হয়েছে ঘরের কোণে। যথারীতি মিন্টু ও পিন্টু সেই দই চুরি করে খাচ্ছে। এ সময় তারা পাশের রুম থেকে শুনতে পায় গহনার বিশাল সম্ভার নিয়ে আলাপ হচ্ছে মেয়েদের ভেতর। দু’জনের চোখ চকচক করে উঠে। ছোটবেলা থেকে ছোট ছোট চুরির ব্যপারে সিদ্ধহস্ত তারা। কিন্তু এই প্রথম পুকুর চুরির সিদ্ধান্ত নেয় তারা। সুযোগ বুঝে গহনার ব্যাগ নিয়ে চম্পট দেয় তারা। কিন্তু কতদূর?’

সরাসরি সম্প্রচারিত স্টুডিও কনসার্ট ‘মিউজিক ওয়েভ’
এনটিভি’র দশম বর্ষে পদার্পণ উপলক্ষে ২ জুলাই, সোমবার রাত ১১.৩০ মিনিটে প্রচারিত হবে সরাসরি সম্প্রচারিত বিশেষ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ওয়েভ’। তানিয়া’র উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জোনায়েদ বিন জিয়া। এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন হায়দার হোসেন।

বিশেষ অনুষ্ঠান ‘স্বপ্নের দেশে’
এনটিভি’র দশম বর্ষে পদার্পণ উপলক্ষে ০৩ জুলাই মঙ্গলবার সকাল ৬.১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘স্বপ্নের দেশে’। দিপু মাহমুদের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের স্থানীয় শিল্পী নাভিন, রাজিব, শামীম ও মিঠু মাহমুদ।

বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নূপুরের তালে’
এনটিভি’র দশম বর্ষে পদার্পণ উপলক্ষে ০৩ জুলাই মঙ্গলবার সকাল ৬.৫৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নূপুরের তালে’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা। এ অনুষ্ঠানে চারজন ক্ষুদে নৃত্যশিল্পী আধুনিক চারটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন।

পূর্ণ্যদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘এক টাকার বউ’
এনটিভি’র দশম বর্ষে পদার্পণ উপলক্ষে ০৩ জুলাই মঙ্গলবার সকাল ৮.৪৫ মিনিটে প্রচারিত হবে পূর্ণ্যদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘এক টাকার বউ’। পি.এ.কাজল পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন- শাকিব খান, শাবনূর, রোমানা, রাজ্জাক প্রমূখ।

বিশেষ অনুষ্ঠান ‘আমাদের আলো’
এনটিভি’র দশম বর্ষে পদার্পণ উপলক্ষে ০৩ জুলাই মঙ্গলবার দুপুর ১২.১০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘আমাদের আলো’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। বিভিন্ন সময়ে এনটিভি উদ্ভাবিত প্রতিভাদের নিয়ে এই অনুষ্ঠানটি নির্মাণ করা হবে। সামিয়া’র উপস্থাপনায় এ অনুষ্ঠানে শীর্ষস্থানীয় ক্লোজআপ ওয়ান, মার্কস অল রাউন্ডার, সুপার হিরো সুপার হিরোইন’র বিজয়ীরা অংশগ্রহণ করেছেন।

বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘একাল সেকাল’
এনটিভি’র দশম বর্ষে পদার্পণ উপলক্ষে ০৩ জুলাই মঙ্গলবার দুপুর ১টায় প্রচারিত হবে তিন প্রজন্মের তিন সঙ্গীত শিল্পী নিয়ে আড্ডা ও গানের বিশেষ অনুষ্ঠান ‘একাল সেকাল’। হাসান ইউসুফ খানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার ও এলিটা। এছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট যন্ত্রশিল্পী কাজী হাবলু ও সুরকার ও সঙ্গীত শিল্পী ইবরার টিপু।

সরাসরি সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান ‘চলতে চলতে দশ-এর ঘরে’
এনটিভি’র দশম বর্ষে পদার্পণ উপলক্ষে ০৩ জুলাই মঙ্গলবার দুপুর ০২:৩৫ মিনিটে প্রচারিত হবে সরাসরি সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান ‘চলতে চলতে দশ-এর ঘরে’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী। আব্দুন নূর তুষারের উপস্থাপনায় স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাহফুজ আনাম ও সারা যাকের। এছাড়া ৬টি বিভাগীর শহর এবং  আমেরিকা ও লন্ডন থেকে সরাসরি এনটিভি নিয়ে মতামত দিবেন বিশিষ্টজন। থাকবে ৯ বছরের এনটিভি নিয়ে প্রতিবেদন এবং বিভিন্ন ব্যক্তিত্বের মন্তব্য।

‘কেক কাটার অনুষ্ঠান’
এনটিভি’র দশম বর্ষে পদার্পণ উপলক্ষে ০৩ জুলাই মঙ্গলবার বিকেল ৫.৩০ মিনিটে প্রচারিত হবে ‘কেক কাটার অনুষ্ঠান’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জহিরুল আলম। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজনটি এনটিভি’র স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘৫ তারকার গান’
এনটিভি’র দশম বর্ষে পদার্পণ উপলক্ষে ০৩ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ০৬:১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘৫ তারকার গান’। মোঃ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নোভা। এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন চিত্রনায়িকা দিতি, চিত্রনায়িকা মৌসুমী, অভিনেত্রী ঈশিতা, মিথিলা ও মীম।

ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘আক্কেলগুড়–ম’
এনটিভি’র দশম বর্ষে পদার্পণ উপলক্ষে ০৩ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ০৬:৪৫ মিনিটে প্রচারিত হবে ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘আক্কেলগুড়–ম’। সেমন্তি ও নির্ঝরের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আলফ্রেড খোকন। এ অনুষ্ঠানে পেশাজীবির গেটাপে শিশু উপস্থাপকের মুখোমুখি হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল। প্রশ্ন, আড্ডা আর আনন্দ নিয়ে তাঁর সাক্ষাতকার নিয়েছে শিশুরাই।

সঙ্গীতানুষ্ঠান ‘ইটারনাল আশা’
এনটিভি’র দশম বর্ষে পদার্পণ উপলক্ষে ০৩ জুলাই মঙ্গলবার রাত ১১:৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘ইটারনাল আশা’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন উপমহাদেশের কিংবদন্তী শিল্পী আশা ভোঁসলে। সে সময়ে এই মহান শিল্পীর সাক্ষাৎকার নেয়া হয়। এ অনুষ্ঠানে সঙ্গীতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও জনপ্রিয় কিছু গান গেয়েছেন শিল্পী।

পূর্ণ্যদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’
এনটিভি’র দশম বর্ষে পদার্পণ উপলক্ষে ০৪ জুলাই বুধবার সকাল ১০.০৫ মিনিটে প্রচারিত হবে পূর্ণ্যদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন- রিয়াজ, শাবনূর, পূর্ণিমা প্রমূখ।

বিশেষ টেলির্ফিল্ম ‘মানি ফর নাথিং’
আগামী ০৪ জুলাই দুপুর ২.৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে টেলিফিল্ম ‘মানি ফর নাথিং’। মুশফিকুর রহমান মঞ্জুর রচনায় টেলিফিল্মটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন আলী ফিদা একরাম তোজো। অভিনয় করেছেন অভিনয়ে: জাহিদ হাসান, সিদ্দিক, স্বাগতা, রোজি সিদ্দিক, তানিয়া আহমে, শ্যামল, কান্তা মাসউদ, নাজমূল হুদা বাচ্চু প্রমূখ। ‘বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরে বারহাট্টা উপজেলার আব্দুল বারেক। উচ্চ শিক্ষার স্বপ্ন ভৃেঙ্গর কষ্ট মনের জানালা ধরে উঁকি মারলেও মা, ভাই বোনদের সুখী করাটাই হয়ে উঠে তার জীবনের লক্ষ্য। পরিবারের শেষ সম্বল জমিটুকু বিক্রি করে শ্রমিকদের খাতায় নাম লেখায় বারেক। স্বপ্ন পূরণের জন্য দিনরাত খেটে যায়। সাফল্যও আসতে দেরী করে না। বোনদের গ্রাজুয়েট করে একে একে বিয়ে দেয়। বড় ভাই এর আদেশে একমাত্র ছোট ভাই কাদের ঢাকায় আসে, প্রাইভেট ইউভার্সিটিতে ভর্তি হয়.. মেসে থাকলে পড়ালেখার অসুবিধার হবে ভেবে, বারেক কাদেরকে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে দেয়। এই বারেক প্রথম দেখায় আইরিনের প্রেমে পড়ে যায়। আইরিন যেন তার স্বপ্নের রাজকুমারী। লাস্যময়ী আইরিনও যেন বারেককে প্রেমের মায়াজালে আচ্ছন্ন করে ফেলে। কিছু যেন আদায় করে নিতে চায় বারেকের কাছ থেকে। বারেক ও সায় দেয়। সিদ্ধান্ত নিতে দেরী করে না। সম্মুখীন হয় দেয়া নেয়ার। এবার বারেকের দরকার হয়ে পড়ে বড় অংকের টাকার। বারেকের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ