1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

কামালকে ঝুলিয়ে রাখলো আইসিসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুন, ২০১২
  • ৭৩ Time View

আইসিসির বার্ষিক সম্মেলন শেষে আ হ ম মোস্তফা কামালের জন্য সব কিছু কঠিন হয়ে গেছে। গঠনতন্ত্রে সংশোধনী আনায় কুয়ালালামপুরের হোটেলে মারা পড়েছে কামালের স্বপ্ন। সভাপতি দূরে থাক ২০১২ থেকে ২০১৪ সালে সহ-সভাপতি পদে কামালের মনোনয়ন চূড়ান্ত হয়নি। অক্টোবরে আইসিসির নির্বাহী কমটির সভায় এ বিষয়ে আলোচনা হবে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আইসিসির বার্ষিক সম্মেলনে সংস্থার গঠনতন্ত্রে গুরুত্বপূর্ণ কিছু ধারা সংযোজন এবং বিয়োজনের বিষয়টি অনুমোদন হয়েছে। আইসিসির সভাপতি হবেন এক বছরের জন্য। সহ-সভাপতির পদটি বিলুপ্ত করে চেয়ারম্যান নিয়োগের বিষয়টি অনুমোদন করা হয়েছে। ২০১৪ সালে আইসিসির বার্ষিক সভা থেকে এই সিদ্ধান্তগুলো কার্যকর হবে। সেক্ষেত্রে আইসিসির নতুন সভাপতি নিউজিল্যান্ডের অ্যালান আইজ্যাকের সঙ্গে একজন সহ-সভাপতিও থাকবেন। তবে সহ-সভাপতি পদে বিসিবি সভাপতি মোস্তফা কামালকে দায়িত্ব দেওয়া হবে কি না তা অক্টোবরের সভায় শেষে জানা যাবে।

সংশোধিত গঠনতন্ত্র বলে আইসসির পরবর্তী সভাপতি হবেন অলংকারিক। প্রধান নির্বাহীকে (সিইও) নিয়ে চেয়ারম্যানই বোর্ডের কার্যক্রম পরিচালনা করবেন। সিইও’র মতো তিনিও বেতনভুক্ত। দুই বছরের জন্য চেয়ারম্যান নিয়োগ দেবে আইসিসি নির্বাহী কমিটি।

গঠনতন্ত্রে যে সংশোধনী আনা হয়েছে তাতে করে বিসিবি সভাপতি মোস্তফা কামালের আইসিসি সভাপতি হওয়ার স্বপ্ন ভেস্তে যেতে বসেছে। সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। রোটেশন পদ্ধতি মেনে পরবর্তী সহ-সভাপতি থেকে সভাপতি করা হবে না। কামালকে সহ-সভাপতি করা হলেও ২০১৪ সালে গিয়ে তা অকার্যকর।

আইসিসির আগের সহ-সভাপতি অ্যালান আইজ্যাক ২০১২ থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি বিদায়ী সভাপতি শারদ পাওয়ারের সময়ে দুই বছর সহ-সভাপতি ছিলেন। রোটেশন পদ্ধতির সর্বশেষ সুফলভুক্ত হলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান।

মোস্তফা কামাল ঘনঘন ভারতে গিয়েও ভাগ্যে পরিবর্তন আনতে পারেননি। ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বোর্ড সভাপতিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেও তীরে ভেড়ার তরি জোটেনি তার কপালে। উল্টো প্রতিবেশি দেশের প্রভাবশালী কর্মকর্তারা গলাটিপে হত্যা করছে তার স্বপ্নকে। সহ-সভাপতির পদ বিলুপ্ত করণ, চেয়ারম্যানের পদ সৃষ্টি এবং সভাপতি দুই বছরের পরিবর্তে এক বছর করার প্রস্তাব ভারতের ক্রিকেট কর্মকর্তাদের। শেষপর্যন্ত তাদেরই জয় হয়ছে।

এদিকে আইসিসির নতুন সিইও করা হয়েছে ডেভিড রিচার্ডসনকে। দক্ষিণ আফ্রিকান সাবেক টেস্ট ক্রিকেটার আইসিসিতে ১০ বছর ধরে মহা-ব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন। চার বছর সফল ভাবে দায়িত্ব পালনের পর হারুন লরগাত যোগ্য উত্তরসূরি রেখে গেলেন। উল্লেখ্য হারুন লরগাতও দক্ষিণ আফ্রিকান নাগরিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ