1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

‘চোরাবালি’ ছবির মন মাতানো গান এখন বাজারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১২
  • ৫৪৪ Time View

‘…চোরাবালি ঘিরে ধরে আমায়, চোরাবালি গিলে ফেলে আমায় ’ অনুপম রায় ও ন্যান্সির গাওয়া এই গানটি ব্যবহার করা হয়েছে ‘চোরাবালি’ ছবির টাইটেলে। এমনই হৃদয় ছোঁয়া ৬টি গান নিয়ে প্রকাশিত হয়েছে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবির অডিও অ্যালবাম।

লেজার ভিশন ও স্ক্রিন হাউজ এন্টারটেইনমেন্টের যৌথ আয়োজনে গত ২৫ জুন সোমবার সন্ধ্যায় ঢাকার সেভেন হিল রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।

এ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন সঙ্গীত ও চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আজাদ রহমান, চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, মোস্তফা কামাল রাজ, লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম এবং প্রযোজক স্ক্রিন হাউজ এন্টারটেইনমেন্টের সালেহীন স্বপন, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপক  পঙ্কজ কুমার বণিক ও ছবির পরিচালক রেদওয়ান রনি। এছাড়াও ছবির অভিনেত্রী জয়া আহসান, গীতিকার ও কন্ঠশিল্পী মিলন মাহমুদ, কবির বকুল সহ আরও অনেকেই উপস্থিত হয় এ অনুষ্ঠানে।

অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীতশিল্পী আজাদ রহমান বলেন, আমরা ছবি চাই। ভালো একটি ছবি, যাতে গল্প থাকে, নির্মানে নতুনত্ব থাকে। গল্পের প্রয়োজনে চরিত্রকে ফুটিয়ে তুলতে হবে। সুস্থ আর অসুস্থধারার ভেদাভেদ করে চলচ্চিত্রকে ছোট করা উচিত নয়। বর্তমানে আমাদের চলচ্চিত্র একটি টার্নিং পয়েন্টে পৌছে গেছে। এই টার্নিং পয়েন্টের অন্যতম ছবি ‘চোরাবালি‘। পরিচালক রেদওয়ান রনির এ ছবিটি আমাদের গর্ব হয়ে উঠুক, সে আশাই করছি।

ছবির অভিনেত্রী জয়া আহসান বলেন, রেদওয়ান রনির সঙ্গে নাটকে কাজ করার অভিজ্ঞতা হয়নি আগে। তবে তার কাজের ধরণ সম্পর্কে কিছুটা জানা ছিল। এ ছবির স্ক্রিপ্টটা পড়ে ভীষণ ভালো লাগলো। সত্যিই ভিন্নধারাকে তুলে ধরেছে। এ চরিত্রটিও আমার জন্যে চ্যালেঞ্জিং ছিল। রাজী হয়ে গেলাম। শুটিংয়েও কাজকে উপভোগ করেছি। অ্যালবামের গানগুলোও অসাধারণ। সবমিলিয়ে দর্শকদের ভালো লাগবে আশা করছি।

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, অনেকেই বলে চলচ্চিত্র ধ্বংসের দিকে যাচ্ছে। তাদের  উদ্দেশ্যে বলতে চাই চলচ্চিত্রে ধ্বংস না বিপ্লব ঘটছে। সরকারের পলিসি, তরুণ পরিচালক ও তরুণ দর্শকরা এ বিপ্লব ঘটাবে। পরিবর্তন আসছে আরও আসবে। আগামী ৩-৪ বছরে বাংলাদেশের চলচ্চিত্রে বিরাট পরিবর্তন হবে। রেদওয়ান রনির ‘চোরাবালি’ ছবিটি সে পথেই পদযাত্রা করবে।

পরিচালক রেদওয়ান রনি তার ছবিটির অ্যালবাম সম্পর্কে বলেন, আমার প্রথম ছবি। আমার প্রথম সন্তান। ছবিতে নতুন কিছু উপহার দিতে চেয়েছি। চেষ্টা করেছি। সফলতা বিচারের দায়িত্ব সবার। ছবির মত ছবির গানগুলোতেও ভিন্নতা আনার চেষ্টা করেছি। ছবির গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পীদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিলনা। সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শ্রোতারা ছবির গানগুলো উপভোগ করবে এবং দর্শকরা ছবিটি দেখতে হলে যাবে সে আশাই করছি।

এ ছবিতে ছয়টি গান রয়েছে। গানগুলো হলো আইয়ুব বাচ্চুর কন্ঠে ‘কেয়ারফুলি কেয়ারলেস’, হৃদয় খান ও কনার কন্ঠে ‘প্রেম’, আরফিন রুমীর কন্ঠে ‘অপারগতা’, অনুপম রায় ও ন্যান্সির কন্ঠে ‘চোরাবালি ঘিরে ধরে আমায়’, মিলন মাহমুদের কন্ঠে ‘মা’ ও কনার কন্ঠে ‘দে ভিজিয়ে দে’।

ছবিতে জয়া আহসান একজন তরুণী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। অ্যাকশন ও রোমান্টিক দুই  চরিত্রেই অভিনয় করেছেন জয়া। আর আন্ডারওয়ার্ল্ডের দুধর্ষ তরুণের ভূমিকায় আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল। ছবিতে আরও অভিনয় করেছেন সালেহীন স্বপন, পিয়া, ইরেশ যাকের, হিল্লোল, সাধু, সজিব, কিন্ডি রোলিং, সোহেল রানা, এ.টি.এম শামসুজ্জামান এবং নেগেটিভ চরিত্রে শহীদুজ্জামান সেলিম।

স্যাটেলাইট টিভি চ্যানেল মাছরাঙা টেলিভিশন নিবেদিত রেদওয়ান রনির পরিচালনায় প্রথম ছবি ‘চোরাবালি’ মুক্তি পাবে আগামী রোজার ঈদে একযোগে দেশে ও দেশের বাইরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ