বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে মাহফুজ আহমেদ শুরু করেছেন নতুন মিশন। নাহ, কোনো ক্রিকেট ম্যাচ বা নাটক নয়। গ্লোব বিস্কুট এন্ড ডেইরি মিল্ক লিমিটেডের একটি প্রডাক্টের মার্কেটিং ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান ও অভিনেতা মাহফুজ আহমেদ।
জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদের মালিকানায় বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ‘নকশীকাঁথা কমিউনিকেশন’।গ্লোব বিস্কুট এন্ড ডেইরি মিল্ক লিমিটেড তার অন্যতম ক্ল্যায়েন্ট। গ্লোবের অন্যতম প্রডাক্ট ‘টিফিন বিস্কুট’-এর ক্যাম্পেইনে মাহফুজ আহমেদ ব্রান্ড অ্যাম্বেসেডর হিসেবে যুক্ত করেছেন সাকিব আল হাসানকে।
২৫ জুন সোমবার দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলে গ্লোব বিস্কুট এন্ড ডেইরি মিল্কের ‘টিফিন বিস্কুট’-এর ব্রান্ড অ্যাম্বেসেডর হিসেবে সাকিব আল হাসানকে নিয়ে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন মাহফুজ আহমেদ। এসময় আরো ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, বিক্রয় ও বিপনন পরিচালক খায়রুল আনাম, এজিএম মোঃ সাইফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান ‘টিফিন বিস্কুট’-এর ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সাংবাদিকদের জানানো হয়, ব্র্যান্ড অ্যম্বেসেডর হিসেবে সাকিব আল হাসান দেশের বিভিন্ন জেলায় ‘টিফিন বিস্কুট’ আয়োজিত খেলাধূলা ও সাংস্কৃতিক ইভেন্টে শিশু-কিশোরদের উদ্বুদ্ধ করতে উপস্থিত থাকবেন।
গ্লোব বিস্কুট এন্ড ডেইরি মিল্কের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এইসব অনুষ্ঠান পরিচালনায় থাকবে ‘নকশীকাঁথা কমিউনিকেশন’ যার প্রধান নির্বাহী হলেন মাহফুজ আহমেদ।