শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “দীর্ঘ সময় ধরে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থাকায় দেশের সংস্কৃতি কর্মীদের মূল্যায়ন করা হয়নি।”
তিনি বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংস্কৃতি কর্মীদের মূল্যায়ন করা হচ্ছে।”
শুক্রবার বেলা ১২টার দিকে ফরিদপুর জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দুঃস্থ সংস্কৃতি কর্মীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথ বলেন।
শ্রমমন্ত্রী বলেন, “দেশের টেলিভিশন চ্যানেলগুলো জারি, সারি, পালা এমনকি বাউল গানের অনুষ্ঠান আশানুরূপ প্রচার করে না। অথচ এগুলোই আমাদের দেশজ সংস্কৃতির শেকড়।”
তিনি টিভি চ্যানেলগুলোর প্রতি অনুরোধ রেখে বলেন, “বেশি বেশি করে আমাদের সংস্কৃতিকে তুলে ধরুন।”
জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাউল আজমল, মুন্সি মোহাম্মদ আলী রুমি, লায়লা ইসলাম, আসমা আক্তার মুক্তা প্রমুখ।
অনুষ্ঠানে ৩৬টি প্রতিষ্ঠান ও ৮৬ জন সংস্কৃতি কর্মীর মধ্যে ১০ লাখ ৮২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।