‘টেক মি টু ইউর হার্ট’, ‘স্লিপিং চাইল্ড’ আর ‘ক্রেজি ড্রিমস’-এর মতো ওয়ার্ল্ড ফেবারিট গান দিয়ে ঢাকার দর্শকদের মন মাতালো ‘মাইকেল লার্নস টু’ ব্যান্ড। ২২ জুন শুক্রবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্বখ্যাত ড্যানিস রক ব্যান্ডটি পারফর্ম করে। ‘মাইকেল লার্নস টু রক’ সংক্ষেপে ‘এমএলটিআর’ ব্যান্ডের এটিই প্রথম বাংলাদেশ সফর।
চ্যানেল নাইনের সম্প্রতি শুরু হয়েছে ‘সিং উইথ এমএলটিআর’ শীর্ষক একটি রিয়েলিটি শো। সঙ্গীত প্রতিভা খুঁজে বের করার জন্য অনুষ্ঠিত এই রিয়েলিটি শোর বিজয়ী প্রতিযোগী ‘মাইকেল লার্নস টু’ ব্যান্ডের সঙ্গে একই স্টেজে পারফর্ম করার সুযোগ পান।

‘মাইকেল লার্নস টু’ কনসার্টটির আয়োজনে ছিল ক্রেইন্স লিমিটেড। ক্রেইন্স লিমিটেডের পরিচালক আবু সাঈদ জহির কনসার্ট সম্পর্কে বলেন, এমন একটি আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত, এই কনসার্টটির মাধ্যমে বাংলাদেশের সংগীত জগতের সঙ্গে আন্তর্জাতিক সংগীতের একটি সেতুবন্ধন তৈরি হলো। আশা করছি আগামীতে আমরা আরও নতুন কিছু বাংলাদেশের দর্শকদের উপহার দিতে পারবো।
বিশ্বের সুপরিচিত একটি ব্যান্ডদল ‘মাইকেল লার্নস টু রক’ । এটি যাত্রা শুরু করে ১৯৮৮ সালে। তাদের প্রকাশিত অ্যালবাম সারা বিশ্বে এ পর্যন্ত ১১ মিলিয়ন বিক্রি করে রেকর্ড তৈরি করেছে। এর বেশিরভাগই বিক্রি হয়েছে এশিয়াতে। ২০০৬ সালে তাদের ‘টেক মি টু ইওর হার্ট’ গানটি ‘মোস্ট ডাউন লোডেড সিঙ্গেল অফ দি ইয়ার’ অ্যাওয়ার্ড পায় । এ পর্যন্ত ব্যান্ডটির ৭টি অ্যালবাম রিলিজ পেয়েছে। তাদের ৮ম অ্যালবাম ‘স্ক্যান্ডিনেভিয়া’ বাজারে আসবে এ বছর।
তিন সদস্যের মিউজিশিয়ন নিয়ে ‘মাইকেল লার্নস টু রক’ ঢাকায় পারফর্ম করে। কনসার্ট সঙ্গীত পরিবেশন করার আগে ব্যান্ডের অন্যতম ক্যারি ওয়ানশা বলেন, ‘২০ বছর ধরে আমরা রক ঘরানার গান করছি। আমাদের গান বাংলাদেশ পর্যন্ত পৌঁছে যাওয়ায় আমরা ভীষণ আনন্দিত। শুনেছি, এ দেশে নাকি আমাদের গানের অনেক ভক্ত রয়েছে। আমরা তাদের গান শোনানোর এসেছি।’
টিকিটের মুল্য অনেক বেশি হলেও ‘মাইকেল লার্নস টু রক’ ব্যান্ডে কনসার্টটি দেখতে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক জড়ো হয়েছিল বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র। ব্যান্ডটির অনবদ্য পারফর্মেন্স মুগ্ধ করে সবাইকে।
কনসার্টটির কো-পার্টনার ছিল ম্যাট্রিক্স, টিকেটিং পার্টনার বিকাশ, এয়ারওয়েজ পার্টনার কাতার এয়ারওয়েজ, রেডিও পার্টনার রেডিও টুডে এবং টেলিভিশন পার্টনার হিসেবে ছিল চ্যানেল নাইন।