1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

রোনালদোর গোলে সেমিফাইনালে পর্তুগাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুন, ২০১২
  • ১১৩ Time View

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোলে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-০ গোলে জিতেছে তারা।

খেলার ৭৯ মিনিটে গোলটি করেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। ডানদিক থেকে জোয়া মতিনহোর বাক নেওয়া ক্রস বলে উড়ে গিয়ে হেড নেন রোনালদো। সামনে ড্রপ খেয়ে যে উচ্চতা দিয়ে বল জালে প্রবেশ করে গোলরক্ষক পেট চেকের তাতে কিছুই করার ছিলো না।

প্রতিযোগিতায় রোনালদোর এটি তৃতীয় গোল। তার জোড়া গোলে গ্রুপ পর্বে ডেনমার্ককে ২-০ তে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছিলো পর্তুগাল। একেই বলে নেতা একাই বয়ে নিচ্ছেন দলকে।

ম্যারম্যারে শুরুর পর ধীরে ধীরে খেলায় প্রাণ সঞ্চার করে পর্তুগাল। কারিগর ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ উইংগার প্রথম থেকে গোলের জন্য মুখিয়ে ছিলেন। প্রথমার্ধে বেশ কিছু শট নিয়ে অকার্যকর হয়েছেন গোলরক্ষক পেটের বাঁধার মুখে। নিশ্চিত গোলের বল থামিয়েছেন বার কয়েক। বলতে গেলে পেট একা খেলেছেন পর্তুগালের বিপক্ষে।

দাঁড়াতেই পারছিলো না চেক প্রজাতন্ত্র। পাল্টা আক্রমণের খুব একটা সুযোগও পায়নি। রক্ষণ থেকে মধ্যমাঠের দারুণ নিয়ন্ত্রণ রেখেছে পর্তুগাল। একমুহূর্তের জন্যও প্রতিপক্ষকে বল বের করতে জায়গা দেয়নি। তারপরেও বাঁ দিক দিয়ে কয়েকবার চেক উইংগার বল নিয়ে ঢুকে পড়েন। কিন্তু তাদের আক্রমণ প্রতিপক্ষের ডিফেন্ডারদের সামনে মুখ থুবড়ে পড়েছে। গোলে শট নেওয়ার আগেই তা পরিষ্কার। ৯০ মিনিটের খেলায় মাত্র দুইবার টার্গেটে শট নিয়েছে চেক প্রজাতন্ত্র। বিপরীতে পর্তুগাল ২২ বার লক্ষ্যে শট করে। পুরো খেলার ৬০ ভাগ বলের দখলও রেখেছে পর্তুগাল।

গোলপোস্টে প্রথম শট নিয়েছিলেন পোর্তো মিডফিল্ডার জোয়া মতিনহো। ১৩ মিনিটে পেট প্রতিরোধ গড়ে তুলতে না পারলে এগিয়ে যেতো পর্তুগাল। ধীরে ধীরে আক্রমণের ধার বাড়লেও গোল হয়নি। রোনালদো কখনো একক চেষ্টায় বল নিয়ে বিপদ সীমায় হানা দিয়েছেন। কখনো সংঘবদ্ধ ভাবে গোলমুখ খোলার চেষ্টা করেন। কিন্তু অতিরিক্ত চাপের ম্যাচে নার্ভ ঠিক রাখা কঠিন ছিলো। শেষপর্যন্ত একটি গোল স্বস্তি দিয়েছে পর্তুগালকে।

২০০৪ সালের পর ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলছে পর্তুগাল। ২৭ জুনের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে স্পেন এবং ফ্রান্সের মধ্যকার বিজয়ী দল।

সে যাই হোক পর্তুগালের ঘরে ঘরে আনন্দ। প্রাসাদ থেকে সীমানে উন্মাদনা ফুটবলের। রোনালদোর প্রসংসায় পঞ্চমুখ পুরো জাতি। কেউ কেউ হয়তো নিক্তি নিয়ে বসে গেছেন রোনালদো মেসির শ্রেষ্ঠত্ব ওপন দেওয়ার জন্য। নিঃসন্দেহে বৃহস্পতিবার পর্তুগালে সব ভোট পেয়েছেন রোনালদো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ