
মন ও মনস্তাত্বিক নানা বিষয় নিয়ে সরাসরি আলোচনার অনুষ্ঠান ‘ঘর মন জানালা’। অনন্ত জাহিদের প্রযোজনা ও শবনম আজীমের পরিচালনায় অনুষ্ঠানটি র্নিমিত হয়েছে।
আমাদের জীবনের নানা ঘটে যাওয়া ঘটনা, সম্পর্কের অপূর্ণতা, টানা পোড়ন নিয়ে মানুষের মানসিক অবস্থা কেমন হয় এর বিভিন্ন দিক নিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠানটি। কারো মনের না বলা কথা, মনের হাজারো প্রশ্নের উত্তর, অমীমাংসিত সম্পর্কের প্রতি কি করনীয় সে নিদের্শনা দিতে আয়োজন করা হবে সরাসরি এ আলোচনার অনুষ্ঠান।