1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

ম্যাথুসের ব্যাটিংয়ে জয় পেলো শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুন, ২০১২
  • ৬৯ Time View

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পঞ্চম একদিনের ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরানোর স্বপ্ন দেখছিলো ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা পাকিস্তান। ইমরান ফারহাত ও উমর আকমালের ব্যাটিংয়ের পর সোহেল তানভীর ও শহীদ আফ্রিদিদের বোলিংয়ে লক্ষ্য পূরণের দ্বারপ্রান্তে পৌছেছিলো সফরকারীরা। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমালের ব্যাটিংয়ে শেষ পর্যন্ত সফল হতে পারেনি পাকিস্তান। টানটান উত্তেজনার ম্যাচে সফরকারীদের দুই উইকেটে হারিয়ে সিরিজে ৩-১ এ জয় তুলে নেয় লঙ্কানরা।

স্কোর-
শ্রীলঙ্কা: ২৪৮/৮ (৪৯.৪ ওভার)
পাকিস্তান: ২৪৭/৭ (৫০ ওভার)
ফলাফল: শ্রীলঙ্কা দুই উইকেটে জয়ী

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২২ রানে মোহাম্মদ হাফিজের (৬) উইকেট হারায় পাকিস্তান। তবে পরবর্তী ব্যাটসম্যান ইমরান ফারহাত ৫৬, আজহার আলী ৩০, আসাদ শফিক ৩৮, মিসবাহ উল হক ৩২ ও উমর আকমালের ৫৫ (অপঃ) রানের সুবাদে সাত উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে পাকিস্তান।

নুয়ান কুলাসেকারা ও জীবন মেন্ডিস প্রত্যেকেই দুটি উইকেট নেন। এছাড়া লাসিথ মালিঙ্গা ও থিসারা পেরেরা একটি করে উইকেট পেয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৯ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও তিলকারতেœ দিলশানের উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা। দুটি উইকেটই তুলে নেন সোহেল তানভীর। কুমার সাঙ্গাকারা ও দিনেশ চান্দিমালের ব্যাটিংয়ে যখনই লঙ্কানরা ম্যাচে ফিরছিলো তখনই আবির্ভূত হন শহীদ আফ্রিদি। পরপর সাঙ্গাকারা ও জয়াবর্ধনের উইকেট দুটি তুলে নিয়ে পাকিস্তানের জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেন। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথুসের দুর্দান্ত ব্যাটিংয়ে দুই বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

৭৬ বলে চারটি চার ও দুই ছক্কায় ৮০ রানের (অপঃ) ঝকঝকে ইনিংস উপহার দেন ম্যাথুস। এছাড়া সাঙ্গাকারা ৪০ ও চান্দিমাল ৫৪ রান করেন।

৪২ রানে তিন উইকেট শিকার করেন সোহেল তানভীর। এছাড়া শহীদ আফ্রিদি দুটি ও মোহাম্মদ হাফিজ একটি উইকেট পান।

ম্যাচ সেরা হন অ্যাঞ্জেলো ম্যাথুস। অন্যদিকে সিরিজ সেরা হয়েছেন থিসারা পেরেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ