1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

এনটিভিতে নতুন ধারাবাহিক নাটক ‘চৌধুরী ভিলা’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুন, ২০১২
  • ১০১ Time View

এনটিভিতে ১৮ জুন সোমবার থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চৌধুরী ভিলা’। নাটকটি প্রতি সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত ১১.৩০ মিনিটে প্রচার হবে। মশিউল আলমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।

এতে দেখা যাবে, চৌধুরী ভিলা’র কর্তার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জহির আহমেদ চৌধুরী একজন রোমান্টিক স্বপ্নচারী মানুষ। একটুখানি পাগল-স্বভাব, কিন্তু পুরো পাগল নন। সুনামের সঙ্গে সরকারি উচ্চ পদে চাকরি করেছেন, সকলে তাঁকে নিখাদ ভালোমানুষ হিসেবে জানে। এখন তিনি অবসরে; নিজের তৈরি একটি তিনতলা বাড়ির ছাদের চিলেকোঠায় বাস করেন একা। বাড়ির নিচতলায় থাকেন তাঁর স্ত্রী রাহেলা বেগম, তিন ছেলের ছোট জন শাহেদ, আর দুই মেয়ের ছোট জন রুবি। বাড়ির দ্বিতীয় তলায় থাকে মেজ ছেলে রাশেদ চৌধুরী ও তার স্ত্রী নাদিয়া। বাড়ির তৃতীয় তলায় থাকে বড় ছেলে জামিল চৌধুরী, একটি বিদেশি এনজিওর কর্মকর্তা। চৌধুরী সাহেবের বড় মেয়ে জুঁই বিবাহিত, তার স্বামী ইকবাল হাসান একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। চৌধুরী ভিলার প্রতিটি ফ্লোরের মানুষদের নিজ নিজ সমস্যা-জটিলতা আছে। সেসব নিয়ে তারা মোটের ওপর সুখী, মাঝে-মধ্যে অসুখী। এই সময়ের রাজধানী ঢাকার নাগরিক জীবনের নানা সমস্যা-জটিলতার মধ্যে পরিবারটির জীবন-যাপনে বাংলাদেশের নাগরিক মধ্যবিত্ত জীবনের প্রতিফলন দেখা যায়।

ধারাবাহিক নাটক ‘চৌধুরী ভিলা’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ডা.এনামুল হক, দ্বিপান্বীতা, আজিজুল হাকিম, তানিয়া আহমেদ, রুশো, কাব্য, রিচি সোলায়মান, মনিরা ইউসুফ মেমী, শাহেদ শরীফ খান, নওশীন, হুমায়রা হিমু, নিশা, সাইদ বাবু, মিশু সাব্বির, নোভা, নাফিজা, প্রাণ রায়, অপর্ণা, অশোক ব্যাপারী, সাজ্জাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ