1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

মার্কিন রাষ্ট্রদূতকে তলব তুরস্কের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ২৫ Time View

বিশ শতকের শুরুর দিকে আর্মেনিয়ায় তুরস্ক গণহত্যা চালিয়েছে বলে মার্কিন সিনেটে প্রস্তাব পাস করার প্রতিবাদে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার মার্কিন সিনেট সর্বসম্মতিক্রমে ওই প্রস্তাব পাস করে যা আঙ্কারাকে ক্ষুব্ধ করেছে। প্রস্তাব পাস হওয়ার পরপরই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু টুইটার পোস্টে একে রাজনৈতিক নাটক বলে অভিহিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু টুইটার পোস্টে বলেন, যেহেতু আইনগতভাবে মার্কিন সরকার এটি মানতে বাধ্য নয়, ফলে এর কোনো বৈধতাও নেই। চাভুসওগ্লু তীর্যক মন্তব্য করে বলেছেন, যারা ইতিহাসকে রাজনৈতিক কারণে ব্যবহার করে তারা কাপুরুষ এবং তারা সত্যকে মোকিবেলা করতে সাহস পায় না।

সম্প্রতি তুরস্ক এবং ওয়াশিংটনের মধ্যে নানা ইস্যুতে যখন প্রচণ্ড রকমের টানাপড়েন চলছে তখন মার্কিন সিনেট এই প্রস্তাব পাস করে। অবশ্য, মার্কিন সরকার এই প্রস্তাব মানতে বাধ্য নয়। এর আগে চলতি বছরের অক্টোবর মাসে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি পাস করেছিল। সে সময় প্রস্তাবের পক্ষে ৪০৫ ভোট এবং বিপক্ষে ১১ ভোট পড়ে।

প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনিয়রা ওই হত্যাযজ্ঞে অন্তত ১৫ লাখ লোকের মৃত্যু হয়েছে বলে দাবি করলেও তুরস্কের অনুমান মৃতের সংখ্যা এর এক-পঞ্চমাংশ। পশ্চিমা অনেক গবেষক দীর্ঘদিন ধরে এ ঘটনাকে ‘গণহত্যা’ বলে এলেও অনেক ইতিহাসবিদেরই এতে আপত্তি আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ