1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দরে দুই কেজি স্বর্ণসহ একজন আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ১৯ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আগত এক যাত্রীকে তল্লাশি করে দুই কেজি ১২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সৈয়দ আহমেদ মল্লিক নামে ওই যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে আটক করা হয়। কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি মদিনা থেকে ঢাকায় অবতরণ করেন। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে তাকে স্বর্ণসহ আটক করা হয় বলে জানিয়েছে কাস্টমস সূত্র।

আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় এক কোটি ৬ লাখ টাকা।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। এরপর ওই যাত্রীর জ্যাকেট ও পাঞ্জাবির পকেটে স্বর্ণের ১৭টি চুড়ি পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি ১২০ গ্রাম।

ওই যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ