থাইল্যান্ডের ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক দর্শনীয় স্থানে ভ্রমণে বিশেষ ছাড় দিচ্ছে সোনালি ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড। ব্যক্তি কিংবা দলগত সব ধরনের ভ্রমণের আয়োজনের ব্যবস্থা করেছে সোনালি ট্রাভেল।
এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে যে কেউ ব্যাংকক এবং এর আশপাশের এলাকায় সহজেই ভ্রমণ করে উপভোগ করতে পারবেন থাইল্যান্ডের সৌন্দর্য। সোনালি ট্রাভেল থাইল্যান্ডজুড়ে যেকোনো হোটেলে বিশেষ ছাড়, পর্যটন স্পট, এয়ার টিকেট, প্যাকেজ ট্যুর, ট্যুর গ্রুপ বুকিং, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বিশেষ ছাড়ের মাধ্যমে ভ্রমণের সুযোগ দিয়ে থাকে।
সোনালি ট্রাভেলের নির্বাহী পরিচালক এসএম জাকির হোসেন জ্যাকি জানান, হাস্যোজ্জ্বল থাইল্যান্ড ভ্রমণে সব ধরনের সহায়তা দিতে তাদের রয়েছে বিভিন্ন ধরনের প্যাকেজ।
বাংলাদেশ থেকে থাইল্যান্ড ভ্রমণে যে কেউ ১৯/৮০ সুখুমভিত স্যুট, (১১তলা), সুখুমভিত রোড, সই ১৩, ব্যাংকক ১০১১০ এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
এছাড়া ই-মেইল ঠিকানা: (shonalibkk@csloxinfo.com) ফোন: ৬৬২-২৫৩৯৯১৩, ফ্যাক্স: ৬৬২-২৫৫৭৮২৯, মোবাইল নম্বর: ৬৬৮৫১৬৮০৩১৩