বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ রিচার্ড পাইবাস শনিবার ঢাকা আসছেন। এমিরেটসের ফ্লাইটযোগে সন্ধ্যায় তিনি ঢাকা এসে পৌঁছবেন।
এদিকে পাইবাস শনিবার আসলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যাচ্ছেন একদিন পর রোববার। সেখানে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও সবার সঙ্গে পরিচিত হবেন।
৩০ মে পাইবাসকে স্টুয়ার্ট ল’র উত্তরসূরী ঘোষণা করে বিসিবি। ৪৭ বছরের এই ইংলিশ কোচ দুই বছরের জন্য জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন।
বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে পাইবাসের দায়িত্ব শুরু হবে জিম্বাবুয়ে সফর দিয়ে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রি-দেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে ১২ জুন ঢাকা ছাড়বে ক্রিকেট দল। টুর্নামেন্ট উপলক্ষ্যে এই সপ্তাহেই দল নিয়ে কাজ শুরু করবেন পাইবাস। তবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগে খেলা চলায় দলের সবাইকে একসঙ্গে পাচ্ছেন না নুতন কোচ।
পাইবাস এর আগে ১০ মে ঢাকায় এসেছিলেন। সে সময় বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো পর্যবেক্ষণ এবং বিসিবির সঙ্গে চাকুরির সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করে ১২ মে দক্ষিণ আফ্রিকায় ফিরে যান।