1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

অবশেষে ক্যামেরার সামনে কন্যা আরাধ্যকে নিয়ে ঐশ্বরিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুন, ২০১২
  • ১২৩ Time View

জন্মের সাড়ে ছয় মাস পর বচ্চন পরিবারের নতুন অতিথি ঐশ্বরিয়া-অভিষেক কন্যা আরাধ্যের ছবি প্রকাশিত হয়েছে। সম্প্রতি  ‘কোলে আরাধ্যকে নিয়ে ঐশ্বরিয়া’ ক্যাপশনে কয়েকটি ছবি ছাপা হয়েছে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসে । ছবিগুলোতে অবশ্য আরাধ্যের মুখাবয়ব অস্পষ্ট রয়ে গেছে। তবুও বচ্চন বংশধরের ছবি বলে কথা, অনলাইনে এগুলো ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।

ফ্রান্সে এবারের কান চলচ্চিত্র উৎসবে মেয়ে আরাধ্যকে নিয়ে যোগ দিয়েছিলেন ঐশ্বরিয়া। অনেকের ধারণা ছিল, রেডকার্পেটে হয়তো সাবেক এই বিশ্বসুন্দরী হাঁটবেন মেয়ে আরাধ্যকে কোলে নিয়ে। কিন্তু সে আশা গুড়েবালি। রেডকার্পেটে মুটিয়ে যাওয়া ঐশ্বরিয়া একাই হেঁটেছেন। উৎসব শেষে ফ্রান্সের নাইস-কোট ডি’আজার এয়ারপোর্ট থেকে তিনি দেশে ফেরার ফ্লাইট ধরেন। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত ছবিগুলো এয়ারপোর্টেই তোলা হয়।ash

আরাধ্যকে কোলে নিয়ে ঐশ্বরিয়ার ছবিগুলো বেশ কাছ থেকে তোলা হলেও সব ছবিতেই মেয়ের মুখ হাত দিয়ে আড়াল করে রেখেছেন তার মা।

গত বছরের ১৬ নভেম্বরে মুম্বাইয়ের সেভেন হিলস হাসাপাতালে জন্ম নেয় ঐশ্বরিয়া কন্যা। জন্মের পর থেকেই বচ্চন পরিবারের নতুন অতিথি অভিষেক-ঐশ্বরিয়া কন্যা আরাধ্যকে এক নজর দেখার জন্য বচ্চন পরিবারের ভক্তদের মাঝে তৈরি হয় ব্যাপক আগ্রহ। কিন্তু অজানা কারণে আরাধ্যের ছবি প্রকাশ করা থেকে বিরত থাকেন বচ্চন পরিবারের সদস্যেরা। বেশ কয়েকটি আন্তর্জাতিক পত্রিকা আরাধ্যর ছবির স্বত্ব কিনে নেয়ার জন্য ১৫ থেকে ২০ মিলিয়ন ডলার পর্যন্ত দিতে চেয়েছে। কিন্তু বচ্চন পরিবারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, তারা তাদের ভবিষ্যত বংশধরের ছবি বিক্রি করবেন না।

অবশেষে ঐশ্বারিয়ার মেয়ে আরাধ্যের ছবি প্রকাশ হলো ঠিকই। কিন্তু তার মুখাবয়ব রয়ে গেলো এখনো দৃষ্টির অন্তরালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ