1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর নামে হবে বিমানবন্দর-বারিক বিল্ডিং সড়ক

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ২২ Time View

চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর-বারিক বিল্ডিং সড়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে রবিবার (২০ অক্টোবর) চসিকের ৫১তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে সভায় চসিকের প্যানেল মেয়র, কাউন্সিলরসহ শীর্ষ কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেয়র সড়কটির নতুন নামকরণের প্রস্তাব উত্থাপন করলে উপস্থিত সবাই এ প্রস্তাব অনুমোদন করেন।

মেয়র বলেন, চট্টগ্রাম বিমানবন্দর সড়ককে নান্দনিক সাজে সাজানো হচ্ছে। বর্তমানে এ সড়কে ৪১ কোটি টাকা ব্যয়ে উন্নয়নকাজ চলমান রয়েছে। এর মধ্যে রাস্তার দৃষ্টিনন্দন ফুটপাত, রাস্তার পাশে সৌন্দর্যবর্ধন, চার লেইন সড়ক নির্মাণ চলমান রয়েছে। এছাড়াও বিউটিফিকেশন কার্যক্রমের মধ্যে রয়েছে নৌকার ওপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল স্থাপন।

তিনি বলেন, এ সড়কে তিনটি সেতু রয়েছে। সেতুগুলো ঘিরে ব্যাপক সৌন্দর্যবর্ধনের কাজ করছে চসিক। সেতুর ওপর এলইডি বাতি মুগ্ধ করছে দেশ-বিদেশের অতিথিদের। সড়ক বিভাজকে সবুজ, রকমারি ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুটপাতের পাশেও রয়েছে বাহারি ফুলের মেলা। রুবি সিমেন্টের পাশের সেতুটিতে এলইডি বাতির কাজ হয়েছে। এসব কাজে কর্ণফুলীর পাড়ঘেঁষে বিমানবন্দর সড়কের চেহারাই বদলে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ