1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

লোকমান অপরাধী প্রমাণিত হলে বিসিবিও ছাড় দেবে না : পাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৪ Time View

ক্যাসিনো আর মাদক ইস্যুতে বিসিবি পরিচালক তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়ার গ্রেপ্তার এবং রিমান্ড নিয়ে গত তিন দিন ধরে তুলকালাম চলছে। তবে আজকের আগ পর্যন্ত বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। অবশেষে আজ সাংবাদিকদের সামনে অবস্থান পরিস্কার করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, লোকমান হোসেনের অপরাধ প্রমাণিত হলে বিসিবির পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ শুক্রবার গুলশানে নিজ বাসভবনে পাপন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের তো কোনো পদক্ষেপ নেওয়ার কিছু নেই। যদি অপরাধ প্রমাণিত হয় তখন অবশ্যই বোর্ড সিদ্ধান্ত নেবে। কিন্তু এখনই এটা নিয়ে বলা ঠিক হবে না। আমার কথা হচ্ছে যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তার বিচার হবে। এখানে কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই। আমি বিসিবিতেও ছাড় দেব না। বিসিবিতেও কখনো আমি ছাড় দেইনি, এটি হতেই পারে না।’

দেশের ক্লাবগুলোতে যে রীতিমতো জমজমাট ক্যাসিনো চলে সেটা তার অজানা বলে উল্লেখ করেন নাজমুল হাসান, ‘এখানে আমাদের কোনো তদারকি নেই। ক্লাবে তাস খেলা হয়, এটি আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি। এই তাস খেলা আমি সারা জীবনই দেখে এসেছি। এই তাস খেলা যে এখন ক্যাসিনোতে চলে এসেছে এই ব্যাপারে সত্যি বলছি কোনো ধারণা ছিল না আমার। আমাকে লোকমান কোনো দিন বলেনি যে ক্লাবে একটি ক্যাসিনো আছে। এটা কিন্তু আশ্চর্যের ব্যাপার। সে কিন্তু আমার বন্ধু। আমি নিজেও জানতাম না, আমাকে কখনো বলেইনি। এখন সব বের হয়ে আসবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ