1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

আওয়ামী লীগের উপদেষ্টা হলেন নাট্যজন আতাউর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৩৯ Time View

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন পেলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। আজ শনিবার দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে আতাউর রহমানকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করেন।

আতাউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৪৩ জনের দাঁড়াল। এই কমিটিতে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদের মতো প্রবীণ রাজনীতিকদের পাশাপাশি কূটনীতিক, শিক্ষাবিদরাও রয়েছেন।

একুশে পদকজয়ী আতাউর রহমান এর আগে তিনি আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

আতাউর রহমান একাধারে লেখক, নাট্যকার, নাট্যনির্দেশকম অভিনেতা ও নাট্যসমালোচক। গত ৫০ বছরে তিন ডজনের মতো মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছেন তিনি। পাশাপাশি ২ হাজারটি প্রদর্শনীতে অভিনয় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ