1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

শিশুপুত্রের মাথায় গুলি করলেন এক অস্ট্রীয় পিতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মে, ২০১২
  • ৭৬ Time View

মধ্য ইউরোপীয় রাষ্ট্র অস্ট্রিয়ায় এক উন্মাদ ব্যক্তি আপন শিশু পুত্রের মাথা লক্ষ করে গুলি চালিয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পশ্চিমে সানক পোলটেনে অবস্থিত পুত্রের বিদ্যালয়ের শ্রেণীকক্ষেই এই কাণ্ড ঘটান ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি। মাথায় গুলিবিদ্ধ বালকটি এতে গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গেছে।

পুত্রকে গুলি করে পালিয়ে যাওয়া ওই ব্যক্তিকে পরে মৃত অবস্থায় একটি হাইওয়ের ধার থেকে উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে গুলি চালিয়ে বিদ্যালয় থেকে পালিয়ে যাওয়ার পরপরই তিনি আত্মহত্যা করেন।

অস্ট্রিয়ার সংবাদমাধ্যম এ ব্যাপারে জানিয়েছে, ওই ব্যক্তি তার সাত বছর বয়সী পুত্রকে বিদ্যালয়ের ক্লাসরুম থেকে টেনে বের করে মাথায় গুলি করেন। এ আচরণের কারণ জানা না গেলেও ওই ব্যক্তির পারিবারিক সহিংসতার পূর্বরেকর্ড আছে বলে জানিয়েছে পুলিশ।

চিকিৎসকরার মাথায় গুলিবিদ্ধ ওই বালকের অস্ত্রপোচার করেছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় একজন কর্মকর্তা জানান, ঘটনার পরপরই মোবাইল ফোনের সিগনালের মাধ্যমে ওই ব্যক্তিকে অনুসরণ করে পুলিশ। পরবর্তীতে তার মৃতদেহ ঘটনাস্থলের নিকটবর্তী মহাসড়কের পাশে একটি গাড়ির ভেতর মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানায় পুলিশ।

এই ঘটনার পর বিদ্যালয়টির আতংকিত শিক্ষার্থীদের বর্তমানে শিশু মনোরোগ বিশেষজ্ঞরা কাউন্সিলিং দিচ্ছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ