1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

ব্রিটেন থেকে ৩’শ কোটি ডলারের অস্ত্র কিনতে যাচ্ছে সৌদি আরব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মে, ২০১২
  • ৮১ Time View

ব্রিটিশ প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএই সিস্টেমের সঙ্গে তিন’শ কোটি ডলারের একটি অস্ত্রক্রয় চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। চুক্তি অনুযায়ী বিএই সিস্টেম সৌদি আরবকে ‘হক ট্রেইনার জেট’ জঙ্গিবিমান সরবরাহ করবে।

উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিনের আলোচনা শেষে বুধবার চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এই চুক্তির আওতায় সৌদি আরবকে ৩০ টি বিমান সরবরাহ করা হবে।

চুক্তি চূড়ান্ত হওয়ার পর সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এই বিমানগুলোর মাধ্যমে তাদের জঙ্গি বিমান পাইলটরা অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান পরিচালনার ক্ষেত্রে আরও দক্ষতা অর্জন করবে। বিমান সরবরাহের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ সরঞ্জাম ও খুচরা যন্ত্রাংশ সরবরাহও এই চুক্তির অর্ন্তভূক্ত বলে জানা গেছে।

এদিকে দুর্বল মানবাধিকার রেকর্ডের জন্য সমালোচিত সৌদি আরবকে প্রতিরক্ষা সরঞ্জামের সরবরাহের বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে ব্রিটেন জানিয়েছে বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি স্থিতিশীল এবং দেশটি আন্তরিক ভাবে মানবাধিকার সংস্কারের পথে এগিয়ে চলেছে।

এর আগে গত ২০০৬ সালে সৌদি সরকার বিএই’র সঙ্গে ৬শ কোটি পাউন্ডের একটি  চুক্তি স্বাক্ষর করেছিলো। এই চুক্তির অংশ হিসেবে সৌদি আরবকে ৭২ টি ইউরো ফাইটার টাইফুন জঙ্গিবিমান সরবরাহ করে বিএই।

বিএই পৃথিবীর অন্যতম শীর্ষ অস্ত্র উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান। গত ২০১১ সালেও বিশ্বজুড়ে ২ হাজার কোটি পাউন্ডের অস্ত্র বিক্রি করে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ