1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

চ্যানেলে চ্যানেলে নজরুল জন্মজয়ন্তী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মে, ২০১২
  • ১০৪ Time View

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৩ তম জন্মদিন উপলক্ষে ২৫ মে শুক্রবার দেশের সবগুলো টিভি প্রচার করবে বিশেষ বিশেষ অনুষ্ঠান। যার মধ্যে রয়েছে  সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি অনুষ্ঠান, আলেখ্যানুষ্ঠান, নাটক, টেলিফিল্ম প্রভৃতি। এসব অনুষ্ঠানের নির্বাচিত কিছু আয়োজনে চোখ রাখা যাক।

শিউলিমালা : নজরুলের গল্প থেকে নাটক

এটিএন বাংলায় ২৫ মে শুক্রবার রাত ৮টায় প্রচার হবে নজরুল জয়ন্তীর বিশেষ নাটক ‘শিউলিমালা’। কাজী নজরুল ইসলামের শিউলিমালা’ গল্প অবলম্বনে নির্মিত নাটকটিতে নাট্যরূপ দিয়েছে মোবাশ্বেরা খানম। পরিচালনায় সাইদুল আনাম টুটুল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিন, শোয়েব, হাসান ইমাম প্রমুখ।  এতে দেখা যাবেÑব্যারিস্টার আজহারের লেক রোডে চমৎকার একটা বাড়ি আছে। আছে বয়-বেয়ারা, বাবুর্চি, চাকর, মালি । নেই কেবল একজন Ñ ঘরণী। পেশায় আজহার খুব একটা ব্যস্ত থাকে না। থাকতে চায়ও না। তবে ভালবাসে গান আর প্রচন্ড নেশা যদি বলা যায় তবে তা দাবা খেলায়। দাবার নেশায় বুদ হয়ে থাকা আজহারকে বন্ধুরা সন্ধ্যার আড্ডায় ঠাট্টা করে, ঐ দাবার সাথে তার প্রেম নিয়ে। বন্ধুরা অবাক হয় যখন, বছরের এক পয়লা আশ্বিণের সন্ধ্যায় অন্য এক আজহারকে দেখে। ঐ উৎসুক বন্ধুরাই একদিন আজহারের স্মৃতি খুঁড়ে বের করে আনে তার শারদীয়া শিউলির গল্প। হারিয়ে যাওয়া ভালবাসা, যার স্মরণে সে আজো আশ্বিণের প্রথম দিন জলে ভাসায় শিউলি ফুলের মালা।

পিছু ডাক : কবিতা অবলম্বনে নাটক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মজয়ন্তীতে চ্যানেল আই প্রচার করবে তারই কবিতা ‘পিছু ডাক’ অবলম্বনে বিশেষ নাটক পিছু ডাক। এর নাট্যরূপ দিয়েছেন ফারজানা আফরীন রূপা। পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, চিত্রনায়িকা কেয়া, জান্নাতুল ফেরদৌস ইতি প্রমুখ।  এতে দেখা যাবেÑতরুণ কবি আকাশ বিভাকে বিয়ে করলেও তার মন প্রাণজুড়ে বসত করছে কবিতা। এমনই সময়ে আকাশের নতুন নতুন কবিতা সৃষ্টির প্রেরণা হয়ে আসে আরেক নারী অমিতা। যার ফলে আকাশের কাছে উপেক্ষিত বিভা। বিভা এক সময় আকাশকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়। বিভার ধারণা অমিতাকে নিয়ে আকাশের জীবন দারুণ রোমাঞ্চের মধ্যেই কাটছে। কিন্তু হঠাৎ একদিন আকাশ ফিরে আসে বিভার কাছে! আর তখই আসল রহস্যের উন্মোচন হয়। এটি প্রচারিত হবে চ্যানেল আইতে ২৫ মে শুক্রবার রাত ৭.৫০ মিনিটে।

পরীর কথা : সোহানা সাবার একক অভিনয়

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছোটগল্প থেকে একক অভিনয় ‘পরীর কথা’য় পরী চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সোহানা সাবা। একক অভিনয়ে দেখা যাবে, পরীর প্রথম স্বামী আজহার দেশের কাজে নিরুদ্দেশ হয়। পরীকে রেখে যায় তারই বন্ধুর কাছে। পরীর সুখের জীবনের মধ্যে মাঝে মাঝে উঁকি দেয় তার স্বামীর কথা। পরীর একই সত্ত্বায় দুটো মানুষের ভালোবাসা ও ভক্তির বহিঃপ্রকাশ এই গল্পে। পরী পূর্বে যাকে মন-প্রাণ সপে দিয়েছে, আর বর্তমানে যাকে দিয়েছে- দুই ভালোবাসার কোথায় যেন একটু ব্যবচ্ছেদ। ভালোবাসার এই ব্যবচ্ছেদ নিয়েই ‘পরীর কথা’। রাজেন্দ্রপুরের বিভিন্ন লোকেশনে এই একক অভিনয়ের শ্যুটিং করা হয়েছে।কাওনাইন সৌরভের প্রযোজনায় একক অভিনয় ‘পরীর কথা’ বাংলাভিশনে প্রচার হবে  ২৫ মে শুক্রবার রাত ৯টা ০৫ মিনিটে।

শিল্পী : নজরুলের গল্প অবলম্বনে নাটক

শিল্পী সিরাজ আর মানুষ সিরাজ এই দুইয়ের বিভাজনে সহধর্মিণী লাইলীর জীবন যন্ত্রণা বেড়ে যায়। সিরাজ হয় চিত্রশিল্পী আর চিত্রা হয় সুন্দরের আরাধ্য দেবী। চিত্রের পটে সুন্দর হয় শিল্প। ত্রিমাত্রিক ঘটনা বহতার মনস্তাত্ত্বিক সংঘাতে চিত্রকর, চিত্রা আর লাইলী এই তিন চরিত্র যেন নাটকের দ্বন্দকে কখনো আকাশের স্বর্ণচূড়ায় আবার কখনো মাটিতে স্থান দিয়েছে। তাই নাটকে চিত্রকরকে বলতে শুনি-মস্ত ভুল করেছি লাইলী, স্বর্গের সুন্দরকে ধূলোর আবিলতায় নামিয়ে। শিল্পী সিরাজ যখন চিত্রাকে তার সুন্দরলোকে স্থান দিয়ে শিল্পের রেখায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তখনই লাইলীর বিরহকাতরতা দ্বিগুন হয়েছে। সহধর্মীনি লাইলী অভিমানে যখন বাপের বাড়ি চলে যায় তখন চিত্রকর বোঝে কাছে থাকতে যারে মনে হয় বোঝা, দূরে গেলে সে কি করে এমন আকষর্ণ করে। এই বিচ্ছেদ নাটকে যুক্ত করে নতুন মাত্রা। কিন্তু চিত্রকর সিরাজতো শিল্পী, হৃদয়হীন উদাসীন শিল্পী। তাই সুন্দরের ধ্যান মুর্তি চিত্রার আক্ষেপ ‘তুমি কি শুধুই শিল্পী? শুধু আনন্দলোকের নি:সঙ্গ স্বপ্নচারী তুমি? এই মাটির গন্ধ তোমায় মাতাল করেনা?’ কাব্যনাটক না হয়েও কেবল সংলাপের আবেগে চরিত্রের মেজাজ বহুমাত্রিকতায় স্থান নিয়েছে বারংবার। বিচ্ছেদ বেদনা আর পুরুষ হয়ে নারীমন না বোঝার আকুলতা আর শিল্পী হয়ে মানসমনে স্থান দিতে না পারার কষ্টে চিত্রকর চলে যায়। যে পথে পৃথিবীর কোটি কোটি ধূলিলিপ্ত সন্তান নিত্যকাল ধরে চলেছে। সেই দু:খের সেই চির বেদনার পথে। কাজী নজরুল ইসলামের ‘শিল্পী’ গল্পের নাট্যরূপ ও পরিচালনা করেছেন গোবিন্দ রায় সুমন। অভিনয়ে- তৌকির আহমেদ, শানারেই শানু, জ্যোতিকা জ্যোতি। নজরুল জন্ম-জয়ন্তী ২৫ মে শুক্রবার নাটকটি প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে রাত ৮ টা ৩৫ মিনিটে।

সুরে ভেসে যাই : সরাসরি নজরুল সঙ্গীত

নজরুল সঙ্গীতশিল্পী ফাতেমা তুজ জোহরা, খায়রুল আনাম শাকিল-এর পরিবেশনায় সরাসরি গানের অনুষ্ঠান ‘সুরে ভেসে যাই’ প্রচার হবে বাংলাভিশনে। অনুষ্ঠানে দর্শকরা ফোন করে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।রোকেয়া প্রাচী’র উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় ‘সুরে ভেসে যাই’ বাংলাভিশনে প্রচার হবে ২৫ মে শুক্রবার  রাত ১১:২৫ মিনিটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ