1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি, কেউ প্রমাণ দেখাতে পারবে না: বাবর নতুন বছরে জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা হাদি হত্যাকাণ্ডে ফয়সালের নির্দোষ দাবির ভিডিও, ডিবি বলছে—প্রমাণই শেষ কথা চীন ও তাইওয়ানের এক হওয়া কেউ ঠেকাতে পারবে না: শি জিনপিং গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার মুস্তাফিজ ইস্যুতে শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার দেশে দেশে নতুন বর্ষ বরণ খালেদা জিয়ার হত্যার দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনোই মুক্তি পাবেন না এক ঐতিহাসিক বিদায়, যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হয়েছে: তারেক রহমান

ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ও লড়াই ছাড়া বিজয় আসবে না: আয়াতুল্লাহিল খামেনেয়ি

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ২৬ Time View

ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ও লড়াই করা ছাড়া বিজয় আসবে না। ঐশী প্রতিশ্রুতি অনুযায়ী এ ক্ষেত্রে নিশ্চিতভাবে ফিলিস্তিন তথা মুসলিম বিশ্ব জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি।

সোমবার তেহরানে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় এই মন্তব্য করেন আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি।

খামেনেয়ি বলেন, বর্তমানে ফিলিস্তিন ইস্যুই হচ্ছে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান ইস্যু। মুসলিম বিশ্বের আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিলিস্তিন ইস্যু। তিনি বলেন, ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের মানুষের দৃঢ়তা ও প্রতিরোধ বিজয়ের বার্তাই বহন করছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান বিশ্বের কোনো দেশের সঙ্গেই ফিলিস্তিন ইস্যুতে ইতস্তবোধ করে না। কারণ ফিলিস্তিনের প্রতি সমর্থন ও সহযোগিতা হচ্ছে একটি ধর্মীয় বিষয়। তিনি বলেন, সৌদি আরবের মতো আমেরিকার অনুসারী কিছু দেশ ফিলিস্তিন ইস্যু থেকে দূরে সরে গিয়ে মূর্খতার পরিচয় দিয়েছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি ফিলিস্তিন ইস্যুতে আমেরিকার ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রসঙ্গে বলেন, এটি হচ্ছে ভয়াবহ ষড়যন্ত্র এবং এই ভয়াবহ ষড়যন্ত্রের উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনি তরুণ তথা জনগণের মধ্য থেকে ফিলিস্তিনি পরিচিতি মুছে ফেলা। টাকার বিনিময়ে ফিলিস্তিনি পরিচিতি মুছে ফেলতে দেওয়া যাবে না।

তিনি আরো বলেন, কয়েক বছর আগেও ফিলিস্তিনিরা পাথর ছুড়ে লড়াই করতো, কিন্তু এখন তারা পাথরের পরিবর্তে নিখুঁত ক্ষেপণাস্ত্রের অধিকারী হয়েছে। এর অর্থ হচ্ছে অগ্রগতি।

বৈঠকে হামাসের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান সালিহ আল আরোরি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য ইরানের প্রশংসা করেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো বিদ্বেষী পদক্ষেপ মানেই ফিলিস্তিন তথা প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে পদক্ষেপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ