1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

বিরোধী দলকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মে, ২০১২
  • ৮৬ Time View

বিরোধী দলকে রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। তিনি বলেন, ‘বিরোধী দল আর জ্বালাও পোড়াও করবে না বলে আমি আশা করি।’

মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ইনসারাগ আয়োজিত ‘সার্কভুক্ত দেশসমূহে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে অনুসন্ধান উদ্ধার ও অ্যাডভাইজারি’ বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ সব কথা বলেন।

ইলিয়াস আলীকে খুঁজে পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইলিয়াস আলীকে খুঁজে পাওয়ার জন্য তদন্ত চলছে। আমাদের সময় দিতে হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী, আইনশৃঙ্খলা বাহিনী ইলিয়াস আলীকে খুঁজে বের করতে পারবে।’

এর আগে মন্ত্রী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, সার্কের ১৭তম সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা বর্তমানে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। স্কুলের পাঠ্যসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, নগরে ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতার জন্য ৬২ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে ২৪ হাজারকে উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব ড. এম আসলাম আলম বলেন, রাজধানী ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। আমরা আশা করবো, সার্কের দুর্যোগ ব্যবস্থাপনা সেন্টার সহযোগিতা করবে।’

সিলেট ও চট্টগ্রামেও ১২ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী পরিচালক ড. সতেন্দ্র বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সার্কভুক্ত দেশগুলোতে ঝুঁকি বাড়ছে। ২০০৭ সালে দেশগুলোর সাইক্লোন, ২০০৪ সালের সুনামি এবং বন্যা পর্যবেক্ষণ করে দেখা যায়, এ অঞ্চলে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা জরুরি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ভূমিকম্প প্রতিরোধ ও ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আবু নাঈম মো. শাহিদ  উল্লার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতিসংঘের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আবাসিক সমন্বয়কারী নিল ওয়ার্কার, ওচা রোপ’র প্রধান ওলিভার লেছি-হল প্রমুখ।

কর্মশালার সমন্বয়কারী হিসেবে কাজ করছে বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কর্মশলা চলবে বৃহস্পতিবার ২৪ মে পর্যন্ত। সার্কভুক্ত দেশগুলোর ৩০জনসহ মোট ৫০ জন প্রতিনিধি অংশ এ কর্মশালায় অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ