1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

বিশ্বে তরুণ বেকারের সংখ্যা সাড়ে ৭ কোটি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মে, ২০১২
  • ৯৩ Time View

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মুখে চাকরির বাজারে দেখা দিয়েছে ব্যাপক মন্দা। বিশ্বব্যাপী চাকরির সুযোগ কমে যাওয়ার ওপর একটি ভয়াবহ প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশন (আইএলও)। পাশাপাশি আগামী চার বছরেও পরিস্থিতি উন্নয়নের কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে সংস্থাটি।

আইএলওর তথ্যমতে, বিশ্বে এখন কর্মক্ষম তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় ১৩ শতাংশ। অর্থাৎ বিশ্বে এই মুহুর্তে সাড়ে সাতকোটি তরুনেরই আক্ষরিক অর্থে কোনো কাজ নেই।

অনেক কর্মদক্ষ তরুনই তাদের উপযোগী কাজ না পেয়ে খ-কালীন এবং অদক্ষ কর্মীদের জন্য বরাদ্দকৃত কাজ নিতে বাধ্য হচ্ছে, যা তাদের যোগ্যতার সঙ্গে কোনোভাবেই উপযুক্ত নয়। পাশাপাশি প্রায় ৬০ লাখ তরুণ হতাশার এমন স্তরে পৌঁছে গেছে যে, তারা চাকরি খোঁজাই ছেড়ে দিয়েছে বলে প্রতিবেদনে তথ্য উপস্থাপন করেছে আইএলও।

প্রতিবেদন অনুসারে, ২০১০ সালে উত্তর আফ্রিকায় বেকারের হার ছিল ২৭ দশমিক ৯ শতাংশ এবং মধ্যপ্রাচ্যে এ হার ছিলো ২৬দশমিক ৫ শতাংশ। বিশ্বের মধ্যে সবচেয়ে উদীয়মান ও বিকশিত অর্থনীতি থাকা সত্ত্বেও খোদ পূর্ব এশিয়ায় বর্তমানে বেকারের হার বেড়েছে ২ দশমিক ৮ গুণ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেও প্রতি পাঁচজন তরুনেরই মধ্যে একজন বর্তমানে কাজ খুঁজছে বলে জানিয়েছে আইএলও।

প্রতিবেদনে বলা হয়েছে শুধুমাত্র চাকরি না পাওয়ার কারণেই অনেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে তাদের শিক্ষাজীবন দীর্ঘায়িত করছেন। এদিকে যারা বেকার জীবন কাটাচ্ছেন তাদের কর্মক্ষমতা ও দক্ষতা দু’টোই হ্রাস পাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থার উত্তরণে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণের প্রতি জোর দিয়েছে আইএলও। চাকরির সুযোগ সৃষ্টির পাশাপাশি বেকার তরুনদের দক্ষতা বাড়াতে অবিলম্বে সরকারের তরফে পদক্ষেপ গ্রহণের ব্যাপারেও গুরুত্বারোপ করেছে আইএলও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ