1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিল ‘শিক্ষক সমাজ’

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মে, ২০১২
  • ৬৯ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরের পদত্যাগের মাধ্যমে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কার্যকর পদক্ষেপ নেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন ‘শিক্ষক সমাজ’ ব্যানারের শিক্ষকরা।

একইসঙ্গে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তারা নতুন উপাচার্যকে তাদের মোট ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য বলবেন বলে জানান।

শনিবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমাজ ব্যানারের শিক্ষকরা এ কথা জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক নাসিক আখতার হোসাইন।

তিনি বলেন, শরীফ এনামুল কবিরকে পদত্যাগের নির্দেশ বা পরামর্শ দিয়ে আচার্য জাহাঙ্গীরনগরের দীর্ঘদিনের সংকট সমাধানে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানে দুর্বৃত্তায়ন রোধে একটি বাস্তব পদক্ষেপ নিয়েছেন।

তিনি আরও বলেন, “শরীফ এনামুল কবিরের অপসারণের এ প্রক্রিয়া গ্রহণের জন্য সরকারের পদক্ষেপকে স্বাগত জানাই। একইসঙ্গে আন্দোলনের চেতনা ও আমাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার জন্য প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই।”

সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষক সমাজের পূর্বঘোষিত আট দফা দাবির সঙ্গে নতুন তিনটি দাবি যুক্ত করে মোট ১১ দফা দাবি উপাচার্যের কাছে পেশ করা হবে।

শিক্ষক সমাজরে নতুন দাবিগুলো হচ্ছে, সাংস্কৃতিক জোটের নেতাকর্মীদের মারধরের ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ঘটনায় মামলা প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের আইনে তদন্ত ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরের বিরুদ্ধে আনীত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তদন্ত সাপেক্ষে বিচার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএ মামুন, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক শরিফ উদ্দিন, অধ্যাপক মো. এনামউল্যাহ পারভেজ, অধ্যাপক শামছুল আলম সেলিম, অধ্যাপক এটিএম আতিকুর রহমান, অধ্যাপক মানস চৌধুরী, সহযোগী অধ্যাপক রায়হান রাইন, সহযোগী অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, আনিসা পারভিন জলি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ