1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

গোলাম কিবরিয়ার সঙ্গে তিশা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ৩২ Time View

গোলাম কিবরিয়া তানভীর ও নুসরাত ইমরাজ তিশার পরিচয় একযুগ ধরে। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব। নাটকে একাধিকবার একসঙ্গে কাজ করেছেন তারা। এবার অনলাইন প্ল্যাটফর্মের জনপ্রিয় মাধ্যমে ওয়েব সিরিজে প্রথমবার জুটি বেঁধে কাজ করলেন তানভীর-তিশা।

বর্তমানে ওয়েব সিরিজটি শুটিং চলছে, নাম ‘ইটারনাল গিফট’; চিত্রনাট্য ও পরিচালনা করছেন নজরুল ইসলাম বেলগির। নির্মাতা জানালেন, এক জোড়া কাপড় ৮-৯ বছর ধরে প্রেম করছে। তাদের মধ্যকার নানা ঘটনা নিয়ে এগোবে গল্প। এককথায় সিস্টেম্যাটিক প্রেমিক-প্রেমিকার গল্পে নির্মিত হচ্ছে ‘ইটারনাল গিফট’।

অভিনেতা তানভীরা অনেকগুলো দর্শকপ্রিয় নাটকে কাজ করেছেন। দীপ্ত টিভির ‘খলনায়ক’ সিরিয়াল তাকে নতুন করে পরিচিতি দিচ্ছে। এই শিল্পী প্রথমবার ওয়েব সিরিজে কাজ করলেন। বললেন, ওয়েব ভালো বাজেট থাকে। কাজে কোনো তাড়াহুড়া থাকে না। ভালো কাজের ইনটেনশন থাকে। প্রথমবার ওয়েব সিরিজে কাজ করে আমার এমনই মনে হয়েছে। আশা করছি তিশার সঙ্গে আমার এ কাজটি দর্শকরা গ্রহণ করবেন।

নুসরাত ইমরোজ তিশা এর আগে ‘কুয়াশা’ নামে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। নতুন এই কাজটি নিয়ে বললেন, ওয়েব সিরিজের গল্প প্রেম ও সংগীত নির্ভর। গল্পের ভিত্তি বেশ মজবুত। কাজটি অন্য রকম মনে হয়েছে বলেই করছি। তাছাড়া ওয়েব সিরিজ এখন বেশ জনপ্রিয়। সবমিলিয়ে দর্শকের ভালো লাগবে এটাই প্রত্যাশা।

জানা গেছে, তানভীর-তিশা ছাড়াও ‘ইটারনাল গিফট’ ওয়েব সিরিজের অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, শিল্পী সরকার অপু প্রমুখ। মোট ৭ পর্বে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজটি। প্রতি পর্বের ব্যপ্তিকাল ২০ মিনিটের মতো। শিগগির এটি বায়স্কোপে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ