1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

বন্ধ করলেই অদৃশ্য হয়ে যাবে যে টিভি

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মে, ২০১২
  • ৭৬ Time View

আধুনিক প্রযুক্তিপ্রেমী মানুষের চাহিদা মতো আরো পাতলা এবং সহজে চোখে পড়বে না এমন টেলিভিশন পর্দা খুব শিগগির বাজারে আসছে যা বন্ধ করার সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যাবে!

ইলেক্ট্রনিক পর্দার সর্বাধুনিক প্রযুক্তি ‘টুলেড’র সাহায্যে এমন টেলিভিশন তৈরি সম্ভব বলে দাবি করা হচ্ছে। যদিও এ প্রযুক্তি এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। আর বর্তমান কৌশল ব্যবহার করে অমন পাতলা প্যানেল তৈরি প্রায় অসম্ভব।

টেলিভিশন নির্মাতা কোম্পানি Loewe ২০১১ সালের আইএফ কনসেপ্ট ডিজাইন প্রতিযোগিতায় টুলেড প্রযুক্তির একটি স্ক্রিন প্রদর্শন করেছিল। প্রযুক্তিবিদ মাইকেল ফ্রাইয়েবির ডিজাইন করা ওই স্ক্রিনটি প্রতিযোগিতায় সেরা উদ্ভাবনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিল।

ফ্রাইয়েবি এ ব্যাপারে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে বলেছেন, ‘Loewe ইনিভিসিও প্রচলিত এলসিডি এবং সর্বাধুনিক টুলেড প্রযুক্তির সমন্বয়ে ডিসপ্লে প্রযুক্তিতে নয়া উদ্ভাবন এনেছে। এ পর্দা অস্বচ্ছ চলচ্চিত্র প্রদর্শন করতে পারে। এর ছবির মানও অনেক উন্নত।’

খুব শিগগির ড্রইংরুমে এ ধরনের টেলিভিশন শোভা পাবে বলে আশা করা যায়। কারণ Loewe কোম্পানি এ ধরনের প্রযুক্তির দুনিয়ায় নতুন নয়। এরা ১৯৯৮ সালেই ইন্টারনেট সংযোগে চলে এমন টেলিভিশন উদ্ভাবন করে। তখনো পর্যন্ত আইটিউনস বা ইউটিউবের কোনো অস্তিত্ব ছিল না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ