1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
৭১’ এর স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: উপদেষ্টা রিজওয়ানা বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যান চলাচলে বিধিনিষেধ হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ ৩৩৬ জনের গেজেট বাতিলে সুপারিশ জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনুকূল পরিবেশ বিরাজ করছে: ড. সালেহউদ্দিন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত : নৌপরিবহন উপদেষ্টা হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

১০ জুনের আলটিমেটাম কিছুই না : হানিফ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মে, ২০১২
  • ৮২ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির ১০ জুনের আলটিমেটাম কিছুই নয়। জাতি গত সাড়ে তিন বছরে বিএনপির সরকার পতনের হুমকি-ধমকিতে অভ্যস্ত হয়ে পড়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ আন্দোলন বোঝে। তাই জয়নাল আবেদিন ফারুক ঘোষিত বিএনপির ১০ জুনের এ আলটিমেটামের জবাব দেওয়ার প্রয়োজন মনে করছে না আওয়ামী লীগ।

আওয়ামী লীগ কার্যলয়ে এসে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, বিএনপি আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডেকে জনদুভোর্গ সৃষ্টির মাধ্যমে প্রমাণ করেছে, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়।

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে নেতাদের জেলে পাঠানো হয়েছে বিএনপির এমন বক্তব্য সত্য নয় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতা ও আইনজীবী খন্দকার মাহবুবের বুধবারের বক্তব্যই প্রমাণ করে, আদালত সর্ম্পূণ স্বাধীন। সেই আদালত বিএনপি নেতাদের জেলে পাঠিয়েছেন। অথচ জাতিকে বিভক্ত করার জন্যই তারা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন।

হানিফ বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো বানানো মামলা দেওয়া হয়নি। এর পেছনে একটি সত্য ও নির্দিষ্ট গ্রাউন্ড আছে। আওয়ামী লীগ কাউকে হয়রানিমূলক মামলা দেয় না বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, হরতালে আতঙ্কের কারণে অনেক বেশি মানুষ রাস্তায় বের হননি। তারপরও রাস্তায় যথেষ্ট গাড়ি আছে, রেল চলছে, অফিস ও দোকানপাট খুলেছে। হরতাল জনজীবনে প্রভাব না ফেলায় হরতাল ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন হানিফ।

বিএনপি নেতাদের মুক্তির দাবি সর্ম্পকে তিনি বলেন, আদালত ও বিচার বিভাগ থেকেই তাদের বের হয়ে আসতে হবে। এ জন্য জনদুভোর্গ সৃষ্টিকারী হরতাল থেকে ফিরে আসতে হবে।

এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর আওয়ামী লীগ নেতা সাইদ খোকনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মাহবুব-উল আলম হানিফ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেই সেখান থেকে চলে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ