1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

শুরু হচ্ছে ৬৫তম কান ফিল্ম ফেস্টিভ্যাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মে, ২০১২
  • ১৫৩ Time View

বিশ্বের সবচেয়ে প্রাচীন ও সর্ববৃহৎ চলচ্চিত্রের আসর ঐতিহ্যবাহী ‘কান ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০১২’ শুরু হচ্ছে ১৬ মে বুধবার থেকে।  প্রতি বছরের মতো এবারও জমকালো আয়োজনে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। কান শহরের গ্র্যান্ড অডিটোরিয়াম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে উৎসবের। কান ফিল্ম ফেস্টিভ্যালের এটি ৬৫তম আয়োজন। এ উৎসব চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

হলিউড-বলিউড সহ বিশ্বের সব ফিল্ম ইন্ড্রাষ্ট্রির সেলিব্রিটি অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীদের পদচারণায় ১৬ মে সন্ধ্যা থেক টানা ১২ দিন মুখর থাকবে ফ্রান্সে কান নগরী। গতবারের চেয়েও এবার উৎসব আরো বেশি জমে উঠার আশা করছেন আয়োজক কর্তৃপক্ষ। ৬৫ তম কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতার জন্য জমা পড়েছে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার ১ হাজার ৭০০টি ছবি।  সেখান থেকে বাছাইকৃত সেরা ছবিগুলো প্রদর্শণ করা হবে উৎসবের এই ১২ দিন।  প্রদর্শন করা ছবিগুলো থেকে জুরি বোর্ডের রায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে উৎসবের শেষ দিন ২৭ মে ।

এবারের চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইতালিয়ান পরিচালক নেনি মরেটি। এছাড়াও জুরি বোর্ডে সদস্যদের মধ্যে রয়েছেন- পেলিস্টিয়ান অভিনেত্রী-পরিচালক হিয়াম আব্বাস, ব্রিটিশ পরিচালক অ্যান্দ্রিয়া আর্নল্ড, ফ্রেঞ্চ অভিনেত্রী ইমানুয়্যেল ডিভোস, ফ্রেঞ্চ ফ্যাশন ডিজাইনার জিন পল গিল্টার, জার্মান অভিনেতা ডিয়ানি ক্রুগার, স্কটিশ অভিনেতা অ্যাওয়ান ম্যাকগ্রিজর, আমেরিকান পরিচালক আলেকজান্ডার পেনি এবং হাইতিয়ান পরিচালক রাওল পিক। এছাড়া আন-সারটেন ক্যাটিগরিতে  জুরি বোর্ড প্রধানের দায়িত্ব পালন করছেন ব্রিটিশ অভিনেতা টিম রথ।

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরোর মৃত্যুর ৫০ বছর উপলক্ষে চলতি কান উৎসব কমিটি তার প্রতি বিশেষ সম্মান প্রদর্শণ করছে। এজন্য পুরো উৎসব ভেন্যুতে মেরিলিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বেশ কিছু ছবি স্থাপন করা হয়েছে। এছাড়াও এবারের উৎসবের আনুষ্ঠানিক পোস্টার করা হয়েছে রহস্যময়ী অভিনেত্রী মেরিলিন মনরোকে কেন্দ্র করে।

এবারের উৎসবের উদ্বোধনী ছবি হচ্ছে ‘মুনরাইজ কিংডম’। পরিচালক ওয়েস এন্ডারসনের এ ছবিটিতে রয়েছেন তারকা ব্রুস উইলিস এবং বিল মারে। এবার কমপিটিশন, আন সারটেইন রিগার্ড, আউট অফ কমপিটিশন, মিডনাইট স্ক্রিনিংস, ৬৫ এনিভারসিরি, স্পেশাল স্ক্রিনিংস, শর্ট ফিল্ম, সিনে ফাউন্ডেশন ক্যাটিগরিগুলোতে প্রায় ১৬০ টিরও বেশি ছবি প্রদর্শিত হবে।

এ বছরের কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির দৌড়ে অনেকের মতে এগিয়ে আছে কানাডীয় পরিচালক ডেভিড ক্রোনেনব্যার্গের ‘কসমোপোলিস’ ছবিটি। এতে প্রধান চরিত্র বিশাল ধনকুবেরের ভূমিকায় অভিনয় করেছেন ‘রবার্ট প্যাটিনসন’। কেউ কেউ আবার  শিরোপা জয়ের দৌড়ে সম্ভাবনাময় হিসেবে মনে করছে অস্ট্রেলিয়ান পরিচালক এন্ড্রু ডোমিনিকের ‘কিলিং দেম সফটলি’ ছবিটিকে। এতে প্রধান চরিত্রের অভিনেতা ব্র্যাড পিট। এই দুই ছবির প্রধান প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে ব্রিটিশ পরিচালক কেন লোচের ‘দ্য এঞ্জেলস শেয়ার’ ছবিটিকে। সেরা ছবির দৌড়ে আরো রয়েছে অস্ট্রীয় পরিচালক মিশায়েল হানেকের রোমান্টিক ছবি ‘আমুর’। এবারের কান উৎসবে সমাপনী ছবি হিসেবে থাকছে ফরাসি পরিচালক ক্লোদ মিলারের ‘তেরেজ ডেকেরু’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ