1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

কণ্ঠশিল্পী আকবর শয্যাশয়ী, প্রধানমন্ত্রীর সহায়তা কামনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯
  • ২৯ Time View

গায়ক আকবর অসুস্থ, নানা রোগে আক্রান্ত হয়ে তিনি এখন শয্যাশয়ী। দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে কিন্তু পরিবারের সে সামর্থ নেই বলে জানালেন স্ত্রী কানিজ ফাতেমা সীমা। সোমবার তিনি কালের কণ্ঠকে বলেন, পূর্ব থেকেই আকবর ডায়াবেটিসে আক্রান্ত, এখন বেড়েছে। কিডনিতে সমস্যা প্রকটভাবে দেখা দিয়েছে। নেমে এসেছে জিরোর কোঠায় ইলেক্ট্রোলাইট। রক্তে জার্ম পুরো শরীরে ছড়িয়ে পড়ায় এখন পুরো শরীর অবশ।’

তিনি বলেন, ‘ইলেক্ট্রো লাইটের সমস্যা আগে থেকেই, এর আগে হানিফ সংকেত স্যার বিদেশ থেকে চিকিৎসা করিয়ে আনেন। এরপর আবার অসুস্থ হয়ে পড়লে গত দুই বছর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা করাচ্ছি। কিন্তু এখন অবস্থা এমন পর্যায়ে গেছে হাতে কোনো টাকা পয়সা নেই, পারছি চিকিৎসা করাতে। রক্তে জার্মা আসায় পুরো শরীর অবশ হয়ে বিছানায় পড়ে আছে। কিডনির চিকিৎসা না হলে তাঁকে বাঁচানোই হয়তো যাবে না।

কানিজ ফাতেমা সীমা প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে বলেন, ‘হানিফ সংকেত স্যার বরাবরই সহায়তা করে আসছেন,তাঁকে জানিয়েছি। আমি এখন প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করছি, তিনি সহায়তা করলে আমি স্বামীর উন্নত চিকিৎসা করাতে পারবো। একসাথে এতোগুলো রোগ বাসা বেঁধেছে যে আমার করণীয় কিছুই নেই। খুব অসহায় বোধ করছি।’

২০১৭ সালে এক সাক্ষাৎকারে তাঁর অসুস্থতার খবর কালের কণ্ঠকে জানান। সেসময় তিনি এক প্রশ্নের জবাবে কালের কণ্ঠকে বলেন, এরপরে গানে ফিরলেও আমি তেমন কিছুই করতাম না, শুধু এখানে সেখানে কনসার্ট করতাম। বলা যায় মিডিয়ার আলোর বাইরে ছিলাম। এরই মাঝে গত বছর অসুস্থ হয়ে পড়ি। মারাত্মক অসুস্থ অবস্থায় আমাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। একইসাথে নানারোগ আমাকে আক্রমণ করে বসে, যক্ষ্মা, কিডনিরোগে আক্রান্ত হয়ে শয্যাশয়ী হয়ে পড়ি। টানা দুইমাস হাসপাতাল ছিলাম। এই দুরবস্থা থেকে আমাকে উদ্ধার করেন হানিফ সংকেত স্যার।

আকবর বলেন, তিনি আমাকে তুলে এনেছেন, তিনি এই দুর্দিনেও পাশে দাঁড়ালেন। এরপর আমি সুস্থ হলে আমাকে ইত্যাদিতে ফের গান গাওয়ার সুযোগ দেন। বলা যায় এই গানটাই আমাকে নতুন জীবন দিয়েছেন। আমি ফের মূলধারায় ফিরে এসেছি

আকবর মিরপুর ১৩ নম্বরে বসবাস করেন। মেয়ে আছিয়া আকবর অথৈ হারমান মেইনার স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। ছেলে কামরুল ইসলাম, মহরম থাকে গ্রামের বাড়িতে যশোরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ