1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

আরিফিন শুভর নতুন মিশন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯
  • ৩৫ Time View

নতুন মিশনে আছেন চলচ্চিত্রের এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। নিজেকে চরিত্রের উপযোগী করে তুলতে চার মাস ধরে চলছে তাঁর এই মিশন। কোনো ফাঁকি দিচ্ছেন না। আজ রোববার দুপুরে জানালেন, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই মিশন চলবে। এরপর ‘মিশন এক্সটিম’ ছবির শুটিং শুরু করবেন।

‘মিশন এক্সটিম’ ছবিতে আরিফিন শুভকে পুলিশের স্পেশাল ফোর্সের একজন চৌকস ও সাহসী অফিসারের ভূমিকায় দেখা যাবে। ছবিটি পরিচালনা করবেন ফয়সাল আহমেদ, তিনি ছিলেন ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রধান সহকারী পরিচালক। ‘মিশন এক্সটিম’ ছবির শুটিং শুরু হবে কবে? আরিফিন শুভ বলেন, ‘মার্চ মাস থেকে শুটিং শুরু করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। সেভাবেই নিজেকে তৈরি করছি।’

আরিফিন শুভ আরও বলেন, ‘আমার চরিত্রের জন্য প্রত্যাশিত একটি লুক দরকার। এর জন্য আমাকে ফিজিক্যাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। শত ব্যস্ততার মধ্যেও জিমে গিয়ে এই কাজ করছি। এরই মধ্যে ছয় কেজি ওজন কমিয়েছি। এই সিনেমার জন্য অভিনয় যোগ্যতার পাশাপাশি শারীরিক ফিটনেসেরও দরকার। ফিজিক্যাল ট্রান্সফরমেশনের পর এই সিনেমার সব অভিনয়শিল্পীরা মিলে সাত দিনের কর্মশালায় অংশ নেব। তাতে করে শুটিং শুরু করার আগেই ছবির কাজ অনেকটা এগিয়ে যাবে।’

আরিফিন শুভ
আরিফিন শুভ
‘মিশন এক্সটিম’ অ্যাকশননির্ভর মৌলিক গল্পের সিনেমা। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সানি সানোয়ার। তিনি ‘ঢাকা অ্যাটাক’ ছবিরও কাহিনি লিখেছেন। পেশাগত জীবনে সানি সানোয়ার পুলিশের স্পেশাল ফোর্সের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

জানা গেছে, ছবিটি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হবে। বিভিন্ন দেশে পুলিশের পেশাদারি, ত্যাগ, সাহসিকতা আর সাফল্যের ওপর ভিত্তি করে অনেক সিনেমা নির্মিত হয়েছে। বাংলাদেশে তেমন উদ্যোগ নেই বললেই চলে। ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির পর দর্শকের চাহিদার কারণে এ ধরনের আরেকটি সিনেমা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরিফিন শুভ
আরিফিন শুভ
আরিফিন শুভ সম্প্রতি শেষ করেছেন ‘জ্যাম’ সিনেমার প্রথম লটের শুটিং। নঈম ইমতিয়াজ নেয়ামূলের এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করছেন পূর্ণিমা। আছেন ফেরদৌস, চম্পাসহ আরও অনেকে। এই সিনেমায় শুভকে একেবারে অন্য লুকে দেখা যাবে। ছবিতে অন্য অভিনয়শিল্পীদের গেটআপ এরই মধ্যে জানা গেছে। কিন্তু শুভর গেটআপ এখনই প্রকাশ করতে চান না নির্মাতারা। এমনকি শুভ তাঁর শুটিংয়ের সময় সেটে অন্য কোনো ক্যামেরা ঢুকতে দিচ্ছেন না। এ ব্যাপারে তাঁর বক্তব্য, ‘একটা সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ থাকতে হয়। সবকিছু যদি শুটিংয়ের সময় প্রকাশ করে দেওয়া হয়, তাহলে দর্শকের নতুন কিছু দেখার থাকে না। তাই আমার লুক এই মুহূর্তে কেউ জেনে যাক, তা চাই না।’

‘জ্যাম’ ছবির আগে আরিফিন শুভ ‘সাপলুডু’ নামে আরেকটি ছবির কাজ শেষ করেছেন। গোলাম সোহরাব দোদুলের সেই ছবিতে তাঁর সহশিল্পী বিদ্যা সিনহা মিম। এই ছবি নিয়েও বেশ আশাবাদী তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ