মেহেদী হাসান লিমনের কথায় ও নাজির মাহমুদের সুরে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও কর্ণিয়ার নতুন দ্বৈত গান ‘একবার ছুঁয়ে যা হৃদয়’। গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
‘তোকে ছাড়া এই জীবনে ভালোবাসার নেই তো মানে, খুব যতনে সঙ্গোপনে রাখি তোকে মনে, সকাল দুপুর সন্ধ্যা রাতে থাকব আমি তোর পাড়াতে, চাইলে তুই রাজি আমি উজাড় করে দিতে, আমাকে ছুঁয়ে থাক আমাকে বুকে রাখ আসুক না যত বাধা ভয়, তুই একবার ছুঁয়ে যা হৃদয় আমি শুধু তোর আর কারো নয়।’ এমন কথার গানটি আসছে এই ঈদ উপলক্ষে।
প্রিয় শিল্পী আসিফ আকবরের সঙ্গে আবারো গান গেয়ে দারুণ উচ্ছ্বসিত কর্ণিয়া।
এ সম্পর্কে কর্ণিয়া বলেন, ‘আসিফ ভাইয়ার সঙ্গে এই গানটিতে কণ্ঠ দিয়ে চমৎকার অভিজ্ঞতা হয়েছে। গানটির ভিডিওটিও চমৎকার নির্মাণ করা হয়েছে। ’
অপরদিকে কর্ণিয়ার গায়কী সম্পর্কে আসিফ আকবর বলেন, ‘এ সময়ের একজন অসাধারণ কণ্ঠশিল্পী কর্ণিয়া। আমার সবসময় তরুণ শিল্পীদের সঙ্গে গান গাইতে ভালো লাগে। কর্ণিয়ার সঙ্গেও গান গেয়ে ভালো লেগেছে। কর্ণিয়ার গানের উপস্থাপনা সাবলীল।’
গানের ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে গানটি মুক্তি পাবে আগামী ৩১ মে। গানটিতে অভিনয় করেছেন আসিফ আকবর ও কর্ণিয়া ।