1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

আজও বাপ্পাকে স্বামী হিসেবে মানি : চাঁদনী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মে, ২০১৮
  • ২৯ Time View

২০০৮ সালে ধর্মান্তরিত হয়ে মেহরুবা মাহনূর চাঁদনীকে বিয়ে করেছিলেন বাপ্পা মজুমদার। গত কয়েক বছর ধরেই তাদের সংসারে অশান্তির খবর শোনা গেছে বিভিন্ন সময়। তবে এবিষয়ে কখনও সরাসরি মুখ খোলেননি এই দুই তারকার কেউই। এ নিয়ে ধোঁয়াশার মধ্যেই ছড়িয়ে পড়েছে বাপ্পা মজুমদারের দ্বিতীয় বিয়ের গুজব। এই গুজব নিয়ে এবার মুখ খুললেন চাঁদনী। কিছুদিন আগেই হারিয়েছেন বাবাকে। চাঁদনী ও তার পরিবার এখনও সেই শোকে মুহ্যমান। এরইমধ্যে এমন খবর। তবুও নিজেকে ধরে রাখতে চান তিনি।

এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে চাঁদনী বলেন, ‘আমার কোনো অনুভূতি নেই। আমি এখন অনুভূতিহীনতায় চলে গেছি। আজ সকালে ঘুম ভাঙলো মোবাইলের কল পেয়ে। কোনো এক সাংবাদিক ভাই জানালেন বিয়ে করছেন বাপ্পা। শুনে মুচকি হাসলাম। এছাড়া আমি কী করবো? আমার কী করার আছে? আমার কী করা উচিত? আমি বাবা হারানোর শোকে রয়েছি। তার মধ্যে এ ধরনের খবর। এমন পরিস্থিতিতে মানুষ কী করে? আমি কার জন্য কাঁদবো? বাবার জন্য নাকি সংসারের জন্য? অন্য কোনো মেয়ে এই পরিস্থিতে থাকলে কী করতো আমার জানা নেই।’

তিনি আরও বলেন, ‘সবাই কেন আমাকে কল দেয়? কেন এই বিচ্ছেদের ব্যাপারে বাপ্পার কাছে জানতে চায় না। বিয়ে তো সে করছে, আমি না। আপনাদের উচিত তার কাছেই জানতে চাওয়া কেন বিচ্ছেদ হলো, কবে বিচ্ছেদ হলো। আমি এসব নিয়ে মুখ খুলতে চাই না। আমার মুখ খুলে গেলে অনেক জনপ্রিয় মানুষের মুখোশ খুলে যাবে। আমি এসব বিতর্ক চাই না। আর বাপ্পার বিয়ের ব্যাপারে আমি নিশ্চিত কিছু কোথাও শুনিওনি।’

তবে শেষ পর্যন্ত পরিবার ও নিজের সম্মান ধরে রাখতে চান বলেই দাবি করে করেন চাঁদনী। তিনি বলেন, ‘আমি সবসময়ই মানুষকে সম্মান করার চেষ্টা করি। সতর্ক থাকি কেউ যেন আমার দ্বারা অসম্মানিত না হয়। আমি আজও বাপ্পাকে স্বামী হিসেবে মানি ও সম্মান করি। তার বাবাকে আমি দেখিনি। কিন্তু তার মায়ের আদর আমি পেয়েছি। তাকে আমি আজও সম্মান করি। আমি নিজের পরিবারের সম্মানের প্রতিও দায়বদ্ধ। আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত সম্মান নিয়ে বেঁচে ছিলেন। আমি তাকে ছোট করতে চাইনি। সেজন্য বিয়ে-বিচ্ছেদ নিয়ে সব খবর এড়িয়ে গেছি। আমার বাবা চলে গেছেন ৪১ দিন হলো আজ। এখন মা আমার একমাত্র ভরসা। তাকে আমি এসব ঘটনায় ছোট করতে চাই না।’

এদিকে উপস্থাপিকা তানিয়া হোসাইনের সঙ্গে বাগদান নিয়ে এখনই মুখ খুলতে চাইছেন না সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বেশ কয়েকদিন জ্বরে ভুগেছি, এখনো পুরোপুরি সুস্থ নই। এই বিষয়টা নিয়ে ঘোলাটে কোনো পরিস্থিতি সৃষ্টি হোক, চাই না। দু-একদিনের মধ্যেই ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সবাইকে সবকিছু জানানো হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ