আজ শুক্রবার ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রকম্পিত হয়েছে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চল। এসময় মেক্সিকোর রাজধানীর দালানগুলো কেঁপে উঠে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস ভূতাত্তিক সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্প ওয়াকসাকা প্রদেশের পিনো পেনোটোপা দি ডন লুইস শহরে আঘাত হানে। ভূমিকম্পে ওই শহরের কিছু দালান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন দালানগুলো থেকে রাস্তায় বের হয়ে আসে। ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা ভূমিকম্প হওয়ার পাঁচ মিনিটের মধ্যে চালু করা হয়। বাসার বাইরে সবাইকে অবস্থান করতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।