1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

এডেনে অস্ত্রবিরতির আহ্বান সৌদি নেতৃত্বাধীন জোটের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮
  • ২৮ Time View

সৌদি নেতৃত্বাধীন আরব জোট মঙ্গলবার ইয়েমেনের অন্তঃবর্তীকালীন রাজধানী এডেনে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। সেখানে দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি সৈন্যদের প্রচ- লড়াই চলছে।
সৌদি বার্তা সংস্থা এসপিএ জোটের বরাত দিয়ে জানিয়েছে, ‘জোট বাহিনী বিবদমান সকল পক্ষকে অবিলম্বে অস্ত্রবিরতি ও সব ধরনের সশস্ত্র সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছে।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিবৃতিতে জানানো হয়, ‘জোট বাহিনী এডেনের নিরাপত্তা ও অস্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অঙ্গীকার করেছে।’
জোট বাহিনী জানায়, তারা এর আগেও বিবদমান পক্ষগুলোকে শান্ত হওয়ার আহ্বান জানায়। কিন্তু তাদের সেই আহ্বানে কোন পক্ষই সাড়া দেয়নি।
ইন্টারন্যাশনাল কমিটি ফর রেডক্রস (আইসিআরসি) সোমবার রাতে জানিয়েছে, এডেনে দুই দিনের লড়াইয়ে অন্তত ৩৬ জন নিহত ও অপর ১৮৫ জন আহত হয়েছে।
সোমবার লড়াইরত দুই পক্ষই ট্যাংক ও গোলা ব্যবহার করা শুরু করেছে। এর ফলে বন্দরনগরীটি কার্যত অচল হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ