1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

নতুন ছবিতে চঞ্চল, সম্ভাব্য নায়িকা কলকাতার নুসরাত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮
  • ৩৩ Time View

চঞ্চল চৌধুরী। পুরোদস্তুর সিনেমার মানুষ তিনি নন, বরং অভিনয়শিল্পী হিসেবেই নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। থিয়েটার, ছোট পর্দা মাতিয়ে চলচ্চিত্রেও তিনি বাজিমাত করেছেন।

‘মনপুরা’, ‘আয়নাবাজি’ ছবি দুটোর প্রধান চরিত্রে কাজ করে তিনি উপহার দিয়েছেন ব্যবসা সফল সুপারহিট সিনেমা।

সেই ধারাবাহিকতায় বর্তমানে ব্যস্ত রয়েছেন হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’ ছবিটি নিয়ে। এতে তিনি বিখ্যাত চরিত্র ‘মিসির আলি’র ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটির কাজ এখনও শেষ হয়নি।

এরই মধ্যে দিলেন নতুন ছবির খবর। গোলাম সোহরাব দোদুলের পরিচালিত নাম ঠিক না হওয়া একটি রোমান্টিক প্রেমের ছবিতে অভিনয় করবেন চঞ্চল। এতে তার বিপরীতে দেখা যাবে কলকাতার মিষ্টি মেয়ে নুসরাত জাহানকে।

চঞ্চল চৌধুরী রোববার রাতে জাগো নিউজকে জানান, ‘আমার বিপরীতে আপাতত কলকাতার নুসরাত জাহানকে ভেবেছেন নির্মাতা। তবে চূড়ান্ত নয়। নির্মাতা এ ব্যাপারে ভালো বলতে পারবেন।’

আনুষ্ঠানিক চুক্তির ব্যাপারে ‘আয়নাবাজি’ খ্যাত এ অভিনেতা জানান, ‘দোদুল আমার বন্ধু। এখানে আনুষ্ঠানিক চুক্তির চেয়ে সম্পর্কের দায়বদ্ধতা অনেক বেশি। ওর অনেক নাটকে কাজ করেছি। চমৎকার একজন নির্মাতা। এবার সে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। আর তার প্রথম ছবিতেই সে আমাকে ভেবেছে এতে আমি খুব আনন্দিত। মৌখিক সব আলাপ শেষ হয়েছে। আগামী মার্চেই এর শুটিং শুরু হবে। আমি গল্পটা শুনেছি। দর্শকদের মুগ্ধ করবে এটি। একটি ভালো কাজ উপহার দেয়ার চেষ্টা করবো।’

ছবিটির ব্যাপারে নির্মাতা গোলাম সোহরাব দোদুল জাগো নিউজকে বলেন, ‘ছবিটি নিয়ে ছয়মাস ধরেই প্রস্তুতি নিয়েছি। আমরা বেশ কিছু ওয়ার্কশপও করেছি। শিল্পী বলতে শুধু প্রধান চরিত্রে চঞ্চল চৌধুরীকে নিশ্চিত করা হয়েছে। বাকিরা এখনো চূড়ান্ত নয়। আমি কলকাতার নুসরাত জাহানকে প্রধান নারী চরিত্রে ভেবেছি। তার সঙ্গে বেশ কয়েকবার মিটিংও হয়েছে। গল্প পড়ে তিনি ভিষণ আগ্রহী। কিন্তু একজন বিদেশি শিল্পীকে নিয়ে কাজ করতে গেলে কিছু রাষ্ট্রীয় নিয়ম-কানুনের মধ্য দিয়ে যেতে হয়। সেগুলো শেষ না পর্যন্ত নুসরাতকে নিশ্চিত করা যাচ্ছে না। তাই আপাতত সম্ভাব্যই বলবো আমি।’

অন্যান্য শিল্পীর প্রসঙ্গে এ জনপ্রিয় নাট্য নির্মাতা বলেন, ‘ছবির প্রতিটি চরিত্রই খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকের সঙ্গে আলাপ করেছি। তাদের কাউকে ওজন কমাতে বলা হয়েছে। কাউকে শারীরিকভাবে নানা পরিবর্তনের হোম ওয়ার্ক দেয়া হয়েছে। সেগুলো ফুলফিল হলেই তাদের নাম ঘোষণা করা হবে।’

ছবির নাম ও এর গল্প নিয়ে দোদুল বলেন, ‘ছবির নাম এখনই বলতে চাই না। আমরা ২৫ ফেব্রুয়ারি ঢাকা ক্লাবে একটি জমকালো আয়োজনে জানাবো। আর ছবিটি সম্পূর্ণ মৌলিক গল্পে নির্মিত হবে। এর চিত্রনাট্য আমি নিজেই করছি। এটি মূলত হবে একটি রোমান্টিক ফিল্ম। তবে দেশপ্রেম ও মানবতার গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হবে।’

নিজের প্রথম ছবিটিকে অনেক আবেগ আর ভালোবাসার বলে দাবি করে নির্মাতা বলেন, ‘একটি ভালো সিনেমা দর্শককে উপহার দিতে চাই। সেজন্য পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি আমি।’

প্রসঙ্গত, সিনেমার বাইরেও চঞ্চল চৌধুর সমানতালে ব্যস্ত রয়েছেন নাটক-টেলিছবিতেও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ