1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

হন্ডুরাসের প্রেসিডেন্টের পুনঃনির্বাচন বাতিলের দাবি বিরোধী দলের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭
  • ২৫ Time View

হন্ডুরাসের বিরোধী দল বুধবার জানিয়েছে, দেশটির সাম্প্রতিক নির্বাচনে জালিয়াতি করার কারণে তারা নির্বাচন কর্মকর্তাদের কাছে প্রেসিডেন্ট জুয়ার অর্লান্ডো হার্নান্দেজের পুনঃনির্বাচন বাতিলের দাবি জানিয়ে আবেদন করেছে।
খবর এএফপি’র।
গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত এ বিতর্কিত নির্বাচনে বামপন্থী বিরোধী দলীয় প্রার্থী সালভাদর নাসরাল্লাহ সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পর নির্বাচন কর্মকর্তারা হার্নান্দেজকে বিজয়ী ঘোষণা করেন।
এদিকে এ নির্বাচনকে কেন্দ্র করে রাজপথে মাসব্যাপী সংঘর্ষের পর হন্ডুরাসের প্রধান মিত্র দেশ যুক্তরাষ্ট্র হার্নান্দেজের পুনঃনির্বাচনকে সমর্থন জানানোর পরপরই ২২ ডিসেম্বর নাসরাল্লা তার পরাজয় মেনে নেন।
হার্নান্দেজ বিরোধী বামপন্থী জোটের সমন্বয়ক সাবেক প্রেসিডেন্ট ম্যানুয়েল জালায়া মঙ্গলবার রাতে সুপ্রিম ইলেক্ট্ররাল ট্রাইব্যুনালের কাছে এ আবেদন করেন।
জালায়া তার আবেদনে ভোট গণনায় জালিয়াতির কথা উল্লেখ করে এ নির্বাচনে নানা ধরনের অনিয়মের কথা বলেন, যা হার্নান্দেজের বিজয়ের পথকে সুগম করে।
উল্লেখ্য, ২০০৯ সালে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মধ্যদিয়ে জালায়া ক্ষমতাচ্যুত হন।
ভোট গণনার প্রথম দিকে নাসরাল্লাকে শক্ত অবস্থানে থাকতে দেখা যায়। কিন্তু পরে রহস্যজনকভাবে ভোট গণনা বিলম্বিত করা হয়। ফলে ভোট গণনা শেষ করতে এক সপ্তাহেরও বেশী সময় লেগে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ