1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

বিশ্ব শান্তি চায়, মৃত্যু নয় : ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ২৪ Time View

উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে শুক্রবার উ. কোরিয়ার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদ ওই নিষেধাজ্ঞা আরোপ করে।

এর পরপরই এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘নিরাপত্তা পরিষদের ভোটাভুটি প্রমাণ করেছে, বিশ্ব শান্তি চায়, মৃত্যু নয়।’

সর্বশেষ এ নিষেধাজ্ঞা ছাড়াও উ. কোরিয়ার বিরুদ্ধে আগে থেকেই যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ট্রাম্প টুইটে বলেন, ‘উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদ প্রস্তাবের পক্ষে ১৫-০ ভোট দিয়েছে। বিশ্ব শান্তি চায়, মৃত্যু নয়!’

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বলেছেন, নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে পিইয়ংইয়ংয়ের কাছে পরিষ্কার বার্তা পাঠানো হয়েছে যে, এরপরও লাগামহীন আচরণ অব্যাহত রাখলে আরো শাস্তি পাবে ও বিচ্ছিন্ন হয়ে পড়বে।

আধুনিক বিশ্বে দুর্বৃত্তপনার সবচেয়ে ন্যাক্কারজনক রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়াকে চিহ্নিত করেছেন নিক্কি হ্যালি। এদিকে, পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের আরোপিত নিষেধাজ্ঞাকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন।

তবে কোরীয় দ্বীপের পরিস্থিতিকে ‘জটিল এবং স্পর্শকাতর’ বলে মন্তব্য করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সব পক্ষকে সংযত ও উত্তেজনা কমিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

গত ২৮ নভেম্বর উ. কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্রকে এখন পর্যন্ত সবচেয়ে দূরপাল্লার বলে দাবি করেছে।

চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বিতর্কে প্রথমবাবের মতো ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। ভাষণে ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যদি হামলার সম্মুখীন হয় তাহলে উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস ধ্বংস করে দেবে ওয়াশিংটন।’

গত কয়েক মাস ধরে পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র পরীক্ষার জেরে কোরীয় দ্বীপে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ডোনাল্ড ট্রাম্প ওই হুমকি দেন। পরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ট্রাম্পকে ‘মানসিক বিকারগ্রস্ত মার্কিন বৃদ্ধ’ বলে মন্তব্য করেন।

সূত্র : বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ