কুয়ালালামপুরে যাত্রীদের লাগেজ ফেলে আসায় মালয়েশিয়ান এয়ারলাইন্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মালয়েশিয়ান এয়ারলাইন্সকে মঙ্গলবার রাতে এই জরিমানা করেন।
ইউসুফ জাগো নিউজকে বলেন, গত কয়েক মাস ধরে মালয়েশিয়া এয়ারলাইন্সে অস্ট্রেলিয়া, জাপান এবং ইন্দোনেশিয়া থেকে কুয়ালালামপুর হয়ে বাংলাদেশে আগত যাত্রীদের লাগেজ কুয়ালালামপুর ট্রানজিটে থেকে যাচ্ছে। প্রায় সকল ট্রানজিট যাত্রীদের ক্ষেত্রেই এটি ঘটে আসছে এবং যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন বিধায় মঙ্গলবার রাতে এ জরিমানা করা হয়।
মালয়েশিয়ান এয়ারলাইন্স যাত্রীদের ভোগান্তি লাঘবসহ নিজেদের সুনাম বজায় রাখার উদ্দেশ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে আশা প্রকাশ করেন ইউসুফ।