1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন

জাপানে কিশোর হত্যাকারীসহ ২ জনের মৃত্যুদন্ড কার্যকর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ২১ Time View

জাপানে মঙ্গলবার দুই হত্যাকারীর মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। এদের মধ্যে একজন কিশোর বয়সে এ অপরাধ করে। সর্বোচ্চ এ সাজা বন্ধে আন্তর্জাতিক মানবাধিকর গ্রুপের আহবান উপেক্ষা করে তাদের সাজা কার্যকর করা হয়েছে। বিচার মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
রক্ষণশীল প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকে এ নিয়ে জাপানে মোট ২১ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হল। মঙ্গলবার ফাঁসি দিয়ে তারুহিকো সেকি ও কিয়োশি মাতসুইয়ের মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
মন্ত্রণালয় জানায়, ১৯৯২ সালে টোকিও’র দক্ষিণপূর্ব চিবায় চারজনকে হত্যা করায় সেকিকে (৪৪) দোষী সাব্যস্ত করা হয়। এ অপরাধ সংঘটনের সময় তার বয়স ছিল ১৯ বছর।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ১৯৯৭ সালের পর এই প্রথমবারের মতো কিশোর বয়সে অপরাধ করা কোন আসামির মৃত্যুদন্ড কার্যকর করা হলো।
জাপানে ২০ বছর বয়সী কোন মানুষকে প্রাপ্ত বয়স্ক বিবেচনা করা হয়।
১৯৯৪ সালে মেয়ে বন্ধু ও তার বাবা-মাকে হত্যা করার দায়ে মাতসুইকে (৬৯) মৃত্যুদন্ড দেয়া হয়।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, উভয় জনই সাজা পুনর্বিবেচনার আবেদন করেছিল।
উন্নত দেশগুলোর মধ্যে কেবলমাত্র জাপান ও যুক্তরাষ্ট্রে এখনো সর্বোচ্চ শাস্তি বহাল রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ